দলকে শুধু জয়ের স্বপ্নই দেখাচ্ছেন না মার্করাম, লর্ডসে সেঞ্চুরি করে তিনি ব্র্যাডম্যান এবং গ্রিনিজদের বিশেষ ক্লাবে যোগ দিয়েছেন। এই ক্লাবে অবশ্য রয়েছেন বিসিসিআইয়ের বর্তমান নির্বাচক প্রধান অজিত আগারকরও।
এইডেন মার্করাম
শেষ আপডেট: 14 June 2025 07:18
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) প্রথম দুই দিনে পড়েছিলে ২৮টি উইকেট। কিন্তু লর্ডসের সেই পিচেই তৃতীয় দিনে অন্য চিত্র দেখা গেল। পড়ল মাত্র চারটি উইকেট। প্রথমে অস্ট্রেলিয়ার (Australia) মিচেল স্টার্ককে ফেরাতে পায়ের ঘাম মাথায় ফেলতে হল কাগিসো রাবাদাদের। এরপর দক্ষিণ আফ্রিকার (South Africa) ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) আর অধিনায়ক তেম্বা বাভুমাকে (Temba Bavuma) তো আউটই করতে পারলেন না প্যাট কামিন্সরা।
চোকার্স বদনাম ঘুঁচিয়ে ইতিহাস তৈরি করতে দক্ষিণ আফ্রিকার আর প্রয়োজন মাত্র ৬৯ রান। লর্ডসের যে পিচে প্রথম দুই দিন পেসাররা ছড়ি ঘোরালেন, সেই বাইশ গজকেই যেন নিজেদের ঘরবাড়ি বানিয়ে তৃতীয় দিনের বেশিরভাগ সময়টা অনায়াসে কাটিয়ে দিলেন মার্করাম ও বাভুমা।
তৃতীয় দিনেরও একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল এই দিনই হয়তো নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়। কিন্তু অন্যরকম হয়তো ভেবেছিলেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম। তাঁর (১০২) অপরাজিত সেঞ্চুরি এবং তৃতীয় উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমার (৬৫) সাথে অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। শুক্রবার তৃতীয় দিন শেষে দুই উইকেটে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছে জয়ের কাছাকাছি। বড় কোনও অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা, এটা বলেই দেওয়া যায়।
জয়ের জন্য ২৮২ রান তাড়া করতে নেমে, দক্ষিণ আফ্রিকার 'চোকার্স' তকমা ছেড়ে ২৭ বছরে প্রথম আইসিসি খেতাব জয়ের জন্য আরও ৬৯ রান প্রয়োজন। হাতে রয়েছে এখনওআট উইকেট।
ব্র্যাডম্যান, গ্রিনিজদের ক্লাবে মার্করাম
এদিকে, দলকে শুধু জয়ের স্বপ্নই দেখাচ্ছেন না মার্করাম, লর্ডসে সেঞ্চুরি করে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (Don Bradman) এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজদের (Gordon Greenidge) বিশেষ ক্লাবে যোগ দিয়েছেন। এই ক্লাবে অবশ্য রয়েছেন বিসিসিআইয়ের বর্তমান নির্বাচক প্রধান অজিত আগারকরও (Ajit Agarkar)।
লর্ডসে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারদের ক্লাবে যোগ দিলেন এইডেন মার্করাম। ব্র্যাডম্যান, গ্রিনিজ, আগারকরদের এই ক্লাবে মার্করাম হলেন ষষ্ঠ সদস্য। তবে এই ক্লাবের একমাত্র প্রোটিয়া সদস্য তিনি।
এর আগে, অস্ট্রেলিয়ার গ্রেট ব্র্যাডম্যান ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডেরিকস ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ভারতের অজিত আগারকর ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারের প্রথম সেঞ্চুরি
মার্করামের সেঞ্চুরি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারের প্রথম শতক। টেস্টে এটি ছিল তাঁর অষ্টম শতক। এর পাশাপাশি, তিনি আরও একটি কৃতিত্ব অর্জন করেছেন। তিনি চতুর্থ দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডে এক টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং উইকেট পেয়েছেন। একই সময়ে, ইংল্যান্ডের বাইরের কোনও খেলোয়াড় শেষবারের মতো এই কৃতিত্ব (এক টেস্টে উইকেট এবং সেঞ্চুরি) করেছিলেন ২০০৯ সালে। তারপর অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক এই কাজটি করেছিলেন। মার্করামের সেঞ্চুরির আগে, আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেরা ইনিংস ছিল ৬১ রান, যা করেছিলেন প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে।
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেরা স্কোর:
মার্করাম ১০২* লর্ডস
বাভুমা ৬৫* লর্ডস
ক্রোনিয়ে ৬১ লর্ডস
ক্লাসেন ৫২ লর্ডস
লর্ডসে এক টেস্টে শূন্য ও সেঞ্চুরি করা নবম খেলোয়াড় মার্করাম
ফাইনালের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৩৮ রানে আউট হয়ে গিয়েছিল। মার্করাম প্রথম ইনিংসে খাতাও খুলতে পারেননি। লর্ডসে একই টেস্টে শূন্য ও সেঞ্চুরি করা নবম ব্যাটার হলেন মার্করাম। ১৯৮০ সালের পর তিনি তৃতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়েন। তার আগে মাইকেল ভন ২০০২ সালে ভারতের বিপক্ষে এবং মিসবাহ-উল-হক ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাবর্তনের রাজা মার্করাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রত্যাবর্তনের রাজা হিসাবে মার্করামকে বিবেচনা করা হলে কোনও ভুল করা হবে না। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে। ব্যাগি গ্রিনদের বিপক্ষে এখন পর্যন্ত খেলা টেস্টে, বর্তমান ইনিংস-সহ চতুর্থ ইনিংসে তিনি দু’টি সেঞ্চুরি করেছেন। সাত বছর আগে ২০১৮ সালে ডারবানে ক্যাঙ্গারুদের বিপক্ষে চতুর্থ ইনিংসে তিনি ১৪৩ রান করেছিলেন। মার্করাম গ্রেম স্মিথের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ব্যাটার, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টের চতুর্থ ইনিংসে দুই বা ততোধিক সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিনি তিনবার লক্ষ্য তাড়া করেছেন এবং এই সময়ের মধ্যে, তিনি তিন ইনিংসে প্রায় ৮৯ গড়ে ২৬৬* রান করেছেন (আজ এটি বাড়তে পারে)। এর মধ্যে দু’টি সেঞ্চুরি রয়েছে।