রাবাদা একজন বড় খেলোয়াড়। কয়েকদিন আগে আমি আইসিসি হল অব ফেমে গিয়েছিলাম। আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে রাবাদাকে এতে অন্তর্ভুক্ত করা হবে। এইডেন দুর্দান্ত।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 14 June 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চোকার্স তকমা ঘুচেছে প্রোটিয়াদের। আসলে দক্ষিণ আফ্রিকা যা কেউ আশা করেনি সেটাই করেছে। তেম্বা বাভুমার নেতৃত্বে এই দলটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর খেতাব জিতেছে (WTC Champion South Africa)। বাস্তবিকই এই দলটির কাছ থেকে কোনও প্রত্যাশা ছিল না, কারণ প্রোটিয়াদের কাছে মেগা মঞ্চ মানেই ছিল হাতাশার ইতিহাস।
এবারই প্রথম আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লড়াইটা মোটেই সহজ ছিল না। কিন্তু ইতিহাস বদলে গেল তোম্বা বাভুমার নেতৃত্বে। ২৭ বছর পর আইসিসি ট্রফি ঢুকল দক্ষিণ আফ্রিকায়। ফলে স্বভাবতই খুশি অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। এর আগে, ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা আইসিসি নকআউট ট্রফি জিতেছিল যা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত।
এই ম্যাচে বাভুমা দেখিয়েছেন তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ। তৃতীয় দিনে পেশীতে টান পড়ার পরেও তিনি ব্যাট করে দলের জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। বাভুমা ৬৬ রানের ইনিংস মহাকাব্যিক না হলেও ইতিহাসে জায়গা করে নিয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর বাভুমা বলেছেন, “এই কয়েকটা দিন খুব বিশেষ ছিল। মনে হচ্ছে আমরা দক্ষিণ আফ্রিকাতেই আছি। আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমরা এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে এসেছি। আমরা খুশি যে, প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছি। এটা আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত, দক্ষিণ আফ্রিকার জন্য ঘরের মাঠে একটি বিশেষ মুহূর্ত। এটা হজম করতে কয়েকদিন সময় লাগবে। আমাদের শক্তি ছিল, দল হিসাবে আমরা এটা চেয়েছিলাম। আমরা দুর্দান্ত খেলেছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। আমরা অনেক দিন ধরে দায়িত্ব কাঁধে নিয়ে আসছি। আশা করি এটি অনেক ট্রফি জয়ের সূচনা এনে দেবে।"
বাভুমা এই ম্যাচে নয় উইকেট নেওয়া কাগিসো রাবাদা (Kagiso Rabada) এবং সেঞ্চুরি করা এইডেন মার্করামের (Aiden Markram) প্রশংসাও করেছেন। তিনি বলেন, "রাবাদা একজন বড় খেলোয়াড়। কয়েকদিন আগে আমি আইসিসি হল অব ফেমে গিয়েছিলাম। আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে রাবাদাকে এতে অন্তর্ভুক্ত করা হবে। এইডেন দুর্দান্ত। দলে তাঁর স্থান নিয়ে মানুষ প্রশ্ন তুলেছিল এবং দেখুন সে কী করেছে। মার্করাম এবং রাবাদা নিজেদের শক্তি দেখিয়েছে।"