মিচেল স্টার্ক ১৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একটি শর্ট বল করেছিলেন যা বাভুমার ব্যাটের বাইরের প্রান্তে লেগে দ্রুত স্মিথের কাছে পৌঁছে যায়। এরপর বলটি স্মিথের হাতে আঘাত করার পর পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে শুরু করেন প্রাক্তন এই অজি অধিনায়ক।
স্টিভ স্মিথ
শেষ আপডেট: 14 June 2025 09:27
দ্য ওয়াল ব্যুরো: শনিবার যে খাতায় কলমে পিছিয়ে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) চতুর্থ দিনে নামবে অস্ট্রেলিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অজি শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে স্টিভ স্মিথের চোটা (Steven Smith Injury)। ব্যাটার স্মিথের অভাব অবশ্য বোধ করবে না ব্যাগি গ্রিনরা। তবে দলের এই অবস্থায় প্রাক্তন এই অজি অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
শুক্রবার ডান হাতের কনিষ্ঠ আঙুলের চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। আর চোট এতটাই গুরুতর যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যেতে হল তাঁকে। লর্ডসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ব্যাটের কানায় লেগে একটি বল ধরার চেষ্টা করার সময় প্রথম স্লিপে স্মিথ আহত হন।
🚨 𝐒𝐓𝐄𝐕𝐄 𝐒𝐌𝐈𝐓𝐇 𝐈𝐍𝐉𝐔𝐑𝐄𝐃 🚨
- Steve Smith has dislocated the little finger of his right hand. 💔
- Smith left the field in extreme pain 😢
The injury looked really bad - Get well soon Smith. 🙏❤️🩹#WtcFinal2025 #AUSvSA pic.twitter.com/dbaPIjpyYd— Pratyush Halder (@pratyush_no7) June 13, 2025
এই ম্যাচে বেশ কয়েকবারই দেখা গিয়েছে, বল স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে পৌঁছনোর আগে লাফিয়ে উঠছিল। স্মিথ হেলমেট পরে উইকেট থেকে মাত্র ১৪ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। মিচেল স্টার্ক ১৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একটি শর্ট বল করেছিলেন যা বাভুমার ব্যাটের বাইরের প্রান্তে লেগে দ্রুত স্মিথের কাছে পৌঁছে যায়। এরপর বলটি স্মিথের হাতে আঘাত করার পর পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে শুরু করেন প্রাক্তন এই অজি অধিনায়ক। মাঠে সাময়িক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়।
চা-পানের পরের সেশনেও স্মিথ মাঠে ফিরে আসেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) জানিয়েছে, ডানহাতি এই ব্যাটারের ডান হাতের কনিষ্ঠ আঙুলে জটিল স্থানচ্যুতি হয়েছে। সিএ জানিয়েছে, অস্ট্রেলিয়ান দলের মেডিক্যাল স্টাফরা মাঠে তাঁকে পরীক্ষা করেছেন এবং এক্স-রে এবং আরও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানচ্যুতির অর্থ হল, দশ দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সফরেও স্মিথের খেলা অনিশ্চিত।