গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টেই রীতিমতো আধিপত্য দেখিয়েছে চোকার্স বলে খ্যাত প্রোটিয়ারা। সম্প্রিত দক্ষিণ আফ্রিকা পাঁচটি আইসিসি ট্রফ্রির দু’টিতে ফাইনালে পৌঁছেছে এবং দু’বার সেমিফাইনালে হেরেছে। একবার তারা তৃতীয় স্থানও অর্জন করতে সক্ষম হয়।
দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 14 June 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) দক্ষিণ আফ্রিকার (South Africa) জয় এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তেম্বা বাভুমার দল দুই উইকেট হারিয়ে ২১৩ রান করেছে। জয়ের জন্য আর মাত্র ৬৯ রান প্রয়োজন, হাতে রয়েছে আট উইকেট। অপরাজিত অবস্থায় চতুর্থ দিন শুরু করবেন এইডেন মার্করাম (১০২) এবং অধিনায়ক বাভুমা (৬৫)।
এই টুর্নামেন্টটি মার্করামের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালে, তাঁরই অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে যায়। তাই এবার তিনি জিততে মরিয়া।
তবে শুধু WTC ফাইনাল ২০২৫ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নয়, গত পাঁচটি আইসিসি (ICC) টুর্নামেন্টেই রীতিমতো আধিপত্য দেখিয়েছে চোকার্স বলে খ্যাত প্রোটিয়ারা। সম্প্রিত দক্ষিণ আফ্রিকা পাঁচটি আইসিসি ট্রফ্রির দু’টিতে ফাইনালে পৌঁছেছে এবং দু’বার সেমিফাইনালে হেরেছে। একবার তারা তৃতীয় স্থানও অর্জন করতে সক্ষম হয়।
একনজরে দেখে নেওয়া যাক প্রোটিয়াদের সাম্প্রতিক অবস্থান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনাল*
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনাল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ রানার-আপ
ওডিআই বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ তৃতীয় স্থান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সুপার-১২
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সুপার-১২
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫
দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে দুর্দান্ত পারফর্ম করেছে। দলটি সর্বোচ্চ পয়েন্ট শতাংশ নিয়ে টেবিলের শীর্ষে ছিল। এই সংস্করণে তারা মোট ১২টি ম্যাচ খেলেছে এবং আটটিতে জিতেছে। দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ হেরেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। দলটি ১০০ পয়েন্ট এবং ৬৯.৪৪ পয়েন্ট শতাংশ নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে। একই সময়ে, অস্ট্রেলিয়া ৬৭.৫৪ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে পৌঁছয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার পারফরম্যানসও দুর্দান্ত ছিল। দলটি গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে (আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে) জিতেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে লিগ রাউন্ডের ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। দক্ষিণ আফ্রিকা গ্রুপ (বি) শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু সেমিফাইনালে তারা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা গ্রুপ (ডি) শীর্ষে থেকে সুপার-৮-এর জন্য যোগ্যতা অর্জন করে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে তাদের চারটি ম্যাচের সবকটিতেই জিতেছিল। তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে পরাজিত করেছিল। তারপর সুপার-৮-এও দক্ষিণ আফ্রিকা শীর্ষে থেকে সেমিফাইনালে পা রাখে। সেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাকে হারিয়ে তাদের তিনটি ম্যাচই জিতেছিল। তারপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মুখোমুখি হয় এবং একতরফাভাবে নয় উইকেটে জয়লাভ করে। ফাইনালে দক্ষিণ আফ্রিকা ভারতের মুখোমুখি হয়। খেতাব লড়াইয়ে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ১৬ ওভারে চার উইকেটে ১৫১ রান করেছিল। তবে, শেষ চার ওভারে ম্যাচটি ঘুরে দাঁড়ায় এবং মার্করামের দল সাত রানে ম্যাচটি হেরে যায়।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারতে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়। তেম্বা বাভুমার নেতৃত্বে দলটি সেমিফাইনালে পৌঁছয়। লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার পারফরম্যানস ছিল দুর্দান্ত। দলটি নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছিল। বাভুমার দল হারে মাত্র দু’টি ম্যাচে। ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অধিকার করে শেষ চারে পা রাখে। তবে সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে পরাজিত হয়।
২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে (২০২১-২৩) ডিন এলগার দলের অধিনায়ক ছিলেন। সেবাব দক্ষিণ আফ্রিকা ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। একই সময়ে, অস্ট্রেলিয়া ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে এবং ভারত ৫৮.৮০ পয়েন্ট শতাংশ নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।