Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Mohammed Shami

মহম্মদ শামি কেন বাদ, জানালেন নির্বাচক প্রধান

অজিত আগরকর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, শামি সম্প্রতি এমআরআই স্ক্যান করিয়েছেন, যেখানে তাঁর নতুন চোটের সমস্যা ধরা পড়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, শামি এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। 

মহম্মদ শামি কেন বাদ, জানালেন নির্বাচক প্রধান

অজিত আগারকর ও মহম্মদ শামি

শেষ আপডেট: 24 May 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইংল্যান্ডের (England Series) বিরুদ্ধে পাঁচ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। শুভমান গিলকেই (Shubman Gill) অধিনায়ক (Captain) করা হয়েছে ইংল্যান্ড সফরের জন্য। পাশাপাশি শুভমানের ডেপুটি হিসাবে ঋষভ পন্থকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি। তবে এই দলে সুযোগ হয়নি বাংলার মহম্মদ শামির (Mohammed Shami)

শামিকে দলে না দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ ভারতীয় টেস্ট ক্রিকেটে এই বঙ্গ পেসারের অবদান অনস্বীকার্য। ৬৪টি টেস্টে শামি নিয়েছেন ২২৯টি উইকেটগড় ২৭.৭১। প্রতি উইকেটের জন্য তিনি গড়ে ৫০টির কিছু বেশি ডেলিভারি খরচ করেছেন।

তবেশামির বাদ পড়া নিয়ে বিসিসিআইয়ের (BCCI) নির্বাচন কমিটির প্রধান (Selection Committee Head) আজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শামি সাম্প্রতিক ইনজুরির (Injury) করাণেই বাদ পড়েছে।

অজিত আগরকর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, শামি সম্প্রতি এমআরআই স্ক্যান করিয়েছেন, যেখানে তাঁর নতুন চোটের সমস্যা ধরা পড়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, শামি এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। 

নির্বাচক প্রধান জানিয়েছেন, গত সপ্তাহে শামির স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। এমআরআই রিপোর্টে তাঁর ইনজুরির বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি পাঁচটি টেস্ট খেলার জন্য ফিট নন। তাঁর শারীরিক অবস্থা এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, যেখানে তাকে দলে নেওয়া যায়। মেডিক্যাল টিম জানিয়েছে, তিনি এই সফরে খেলতে পারবেন না। আমরা আশা করেছিলাম তিনি হয়তো কিছু ম্যাচে অংশ নিতে পারবেন, কিন্তু ও ফিট নয়। এমন খেলোয়াড়দের আমরা বেছে নিতে চাই, যারা সম্পূর্ণ ফিট” 

বয়স এবং বারবার চোটের সমস্যা শামির কেরিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে অনেকেই মনে করছেন, হয়তো তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন। 


ভিডিও স্টোরি