Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা
Shreyas Iyer, Mohammed Shami

টেস্ট স্কোয়াডে সামি-শ্রেয়সের নাম নেই কেন? উঠছে প্রশ্ন

জশপ্রীত বুমরাহর পর মহম্মদ শামিই হলেন টিম ইন্ডিয়ার সবথেকে ধারবাহিক ও অভিজ্ঞ  বোলার। ৬৪টি টেস্টে নিয়েছেন ২২৯টি উইকেট। গত কয়েক বছর ধরে তাঁকে চোট-আঘাত সমস্যা ভোগালেও, ইংল্যান্ড সফরে তাঁর মতো অভিজ্ঞ ফাস্ট বোলারের প্রয়োজন ছিল।

টেস্ট স্কোয়াডে সামি-শ্রেয়সের নাম নেই কেন? উঠছে প্রশ্ন

শ্রেয়স আইয়ার ও মহম্মদ শামি

শেষ আপডেট: 24 May 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: শনিবার আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে (England Tour) টেস্ট সিরিজের (Test Series) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে শুভমান গিলকে। পাশাপাশি ঋষভ পন্থকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলে বেশ কিছু নতুন খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন। 

ভারতীয় দলের ইংল্যান্ড সফর ২০ জুন থেকে শুরু হবে। এর জন্য নির্বাচক কমিটি ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। তবে সেই দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), মহম্মদ শামি  (Mohammed Shami) এবং সরফরাজ খান। সরফরাজকে নিয়ে সেভাবে আলোচনা না হলেও, শামি ও আইয়ারকে কেন বাদ দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে।

অনেকেই বলছেন, জশপ্রীত বুমরাহর পর মহম্মদ শামিই হলেন টিম ইন্ডিয়ার সবথেকে অভিজ্ঞ ও ধারবাহিক বোলার। ৬৪টি টেস্টে নিয়েছেন ২২৯টি উইকেট। গত কয়েক বছর ধরে তাঁকে চোট-আঘাত সমস্যা ভোগালেও, ইংল্যান্ড সফরে তাঁর মতো অভিজ্ঞ ফাস্ট বোলারের প্রয়োজন ছিল। সদ্য নির্বাচিত দলে পেসারদের মধ্যে বুমরাহ ছাড়া অভিজ্ঞ বলতে মহম্মদ সিরাজ। কিন্তু চোটপ্রবণ বুমরাহকে কোনও টেস্টে না পাওয়া গেলে সমস্যা বেড়ে যাবে।

এদিকে, শ্রেয়স আইয়ার চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁর বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই অনেকেই মনে করছেন পাঞ্জাব অধিনায়ককে অবশ্যই দলে রাখা উচিত ছিল।   

গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স আইয়ারের মিশ্র পারফরম্যান্স ছিল। শ্রেয়স দলীপ ট্রফিতে ভারত-ডি-কে নেতৃত্ব দেন। এছাড়াও, রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে তিনি কিছু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৫ ম্যাচে ৬৮.৫৭ গড়ে ৪৮০ রান করেছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রেয়সের পারফরম্যান্সের কথা বলতে গেলে, আইয়ার এখন পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। ছয় ইনিংসে করেছেন মাত্র ১৩৮ রান। একই সঙ্গে তিনি ইংল্যান্ডের মাটিতে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি দুই ইনিংসেই করেন ৩৪ রান। 

অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিও ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে জায়গা পাননি। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে শামি ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে, তিনি ২৭ ইনিংসে মোট ৪৪টি উইকেট নিয়েছেন।

২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত, শামি ইংল্যান্ডের মাটিতে মোট ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে, ২৫ ইনিংসে তার নামে মোট ৪২টি উইকেট রয়েছে। তার ইকোনমি ছিল ৩.৫০। তা সত্ত্বেও, শামি টেস্ট দলে জায়গা পাননি। শামির দল থেকে বাদ পড়ার মূল কারণ হল তার গোড়ালির চোট, যা এই মরশুমের আইপিএলেও তাঁকে সমস্যায় ফেলেছে।


ভিডিও স্টোরি