এই ম্যাচে নিজে মাঠে না থাকলেও দলের ঐতিহাসিক জয়ে তিনি কতটা উৎফুল্ল, সেটা বোঝাতে কসুর করেননি স্টেইন। হয়েছেন ভাষাহারা, বাক্যহারা।
ডেল স্টেইন
শেষ আপডেট: 16 June 2025 06:13
দ্য ওয়াল ব্যুরো: সাক্ষাৎকারটা দেওয়ার সময় কি ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালের (WC Semifinal) কথা মনে পড়ছিল ডেল স্টেইনের? ইডেন পার্কের (Eden Park) সেই রুদ্ধশ্বাস ম্যাচ, যেখানে ফাইনাল ওভার বল করতে এসেছিলেন তিনি নিজে। কিন্তু পারেননি গ্র্যান্ট এলিয়টকে ঠেকিয়ে রাখতে। একা হাতে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাত থেকে বের করে ছিনিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ড। ফাইনালে ওঠে কিউয়ি বাহিনী।
সেই লড়াই হেরে ছলছল চোখে মাঠ ছাড়েন বিষণ্ণ ডেল স্টেইন (Dale Steyn)। অথচ গতকাল স্টার স্পোর্টসের (Star Sports) সঞ্চালককে দেওয়া সাক্ষাৎকারে কেঁদে ফেললেন তিনি (Dale Steyn Crying)। দীর্ঘ ২৭ বছর বাদে কোনও আইসিসি টুর্নামেন্ট জিতল প্রোটিয়ারা। তাও ক্রিকেটের মক্কা লর্ডসের ময়দানে, অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে দখল করল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব।
এই ম্যাচে নিজে মাঠে না থাকলেও দলের ঐতিহাসিক জয়ে তিনি কতটা উৎফুল্ল, সেটা বোঝাতে কসুর করেননি স্টেইন। হয়েছেন ভাষাহারা, বাক্যহারা। বলেছেন, ‘কী করব? কী বলব আমি? এটা দুর্দান্ত জয়!’ এরপর নিজেকে ধাতস্থ করে জুড়ে দেন, ‘আমি ঘরে বসে। জাতীয় দলের টুপি এখনও আমার কাছে রয়েছে। ভীষণ গর্বিত। একটু পরেই ছেলেকে নিয়ে হাঁটতে বেরব। জীবন তো এভাবেই বলে চলে।‘
Tears of joy from #DaleSteyn 🥺
He witnessed the heartbreak, lived through the near-misses and now, he saw history being made as South Africa lifted their second ICC trophy after 27 years. 🏆🇿🇦#WTC25 #SouthAfrica #Champions pic.twitter.com/UYvSWJT4Zb— Star Sports (@StarSportsIndia) June 15, 2025
এরপর আজ নিজেকে আটকে রাখতে পারেননি. লাইভ অনুষ্ঠানেই কেঁদে ফেলেন স্টেইন। টিস্যু দিয়ে চোখের জল মুছতেও দেখা যায় তাঁকে। আর সেই অবস্থায় টেস্ট টিমের টুপি মেলে ধরেন ক্যামেরার সামনে। আর বুড়ো আঙুল তুলে দেখান থাম্বস আপ!
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ান ডে এবং টি-২০—তিন ফর্ম্যাটেই অপ্রতিরোধ্য ছিলেন ডেল স্টেইন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে ঘরে-বাইরে যে কোনও ময়দানেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। কেরিয়ারে খেলেন ৯৩ টেস্ট। নেন ৪৩৯ উইকেট। তীব্র গতির পাশাপাশি তীক্ষ্ম সুইং ডেলিভারির জন্যও ডেইল স্টেইন সুনাম কুড়িয়েছিলেন।