দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাট কোহলি একই দিনে রোহিত শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসর ঘোষণা করতে চেয়েছিলেন। তবে, কোহলিকে তাঁর বিবৃতি প্রকাশ করার আগে কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে।
স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার সঙ্গে বিরাট
শেষ আপডেট: 13 May 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: সোমবার এসেছিল বিরাট কোহলির (Virat Kohli) সেই অমোঘ ঘোষণা, লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না তিনি। তার এই ঘোষণার পর মুহ্যমান ক্রিকেটবিশ্ব। বিরাটের অবসরের (Retirement) রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর গুণমুগ্ধ মহল। বিরাটের অবসরের কয়েকদিন আগে ৭ মে হঠাৎ করেই লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মাও।
এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের (The Indian Express) একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাট কোহলি একই দিনে রোহিত শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসর ঘোষণা (Same Day Retirement) করতে চেয়েছিলেন। তবে, প্রতিবেদন অনুসারে, কোহলিকে তাঁর বিবৃতি প্রকাশ করার আগে কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। কারণ অপারেশন সিঁদুর (Operation Sindoor) পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত তখন পুরোদমে চলছিল।
শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপর সোমবার ১২ মে বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কোহলি আগেই বিসিসিআই (BCCI) এবং নির্বাচকদের (Selectors) বলেছিলেন, দ্রুতই তিনি তাঁর সিদ্ধান্ত জনসমক্ষে জানাবেন। কারণ হিসাবে বিরাট জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় (Family Time) কাটাতে চান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে, কোহলি প্রায়শই তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা, মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের সঙ্গে থাকার জন্য ইংল্যান্ডে উড়ে গিয়েছেন।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ১-৩ ব্যবধানে হারের পর বিসিসিআই একটি নির্দেশিকা পাঠিয়েছিল, যেখানে পরিবারের সদস্যরা দলের সঙ্গে কত দিন থাকতে পারবেন তার উল্লেখ ছিল। কোহলি স্পষ্টতই এই সিদ্ধান্তে খুশি ছিলেন না।
আইপিএল ২০২৫ চলাকালীন এক অনুষ্ঠানে কোহলি বলেছিলেন, "পরিবারের ভূমিকা মানুষকে বোঝানো খুবই কঠিন। বাইরে থেকে তীব্র কিছু ঘটলে পরিবারের অবস্থা কী দাঁড়ায় তা বলে বোঝানো যাবে না। আমি মনে করি না এর মূল্য কত, তা মানুষ বোঝে। আমি আমার ঘরে গিয়ে একা বসে মন খারাপ করতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। আমি মনে করি, অস্পষ্ট অর্থে নয়, বরং বাস্তবিক অর্থে পরিবারের প্রতি প্রতিশ্রুতি শেষ করতে বাড়িতে থাকার প্রয়োজন রয়েছে।সম্পূর্ণ স্বাভাবিক ভাবে পারিবারিক জীবন চালানোর প্রয়োজনীয়তা আমি উপলব্ধ করছি।"
বিরাট আরও বলেন, "তাই, আমার জন্য, এটি সত্যিই এক অপরিসীম আনন্দের দিন। আমি কখনওই পরিবারের সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগ হাতছাড়া করব না।"