Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্ন
Dilip Vengsarkar

নির্বাচক কমিটির জন্যই অবসর নিলেন বিরাট-রোহিত, জানালেন ভেঙ্গসরকার

কোহলি এবং রোহিতের যুগ থেকে এগিয়ে গিয়ে নির্বাচকরা শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের মতো তরুণদের উপর তাঁদের আস্থা প্রকাশ করেছেন। 

নির্বাচক কমিটির জন্যই অবসর নিলেন বিরাট-রোহিত, জানালেন ভেঙ্গসরকার

দিলীপ ভেঙ্গসরকার

শেষ আপডেট: 13 May 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Rohit Sharma and Virat Kohli) আকস্মিক অবসর (Retirement) সবাইকে হতবাক করে দিয়েছে। ভারতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়ের একযোগে অবসরের ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজের (England Tour) জন্য দল নির্বাচন করতে বিসিসিআই (BCCI) এবং নির্বাচকদের (Selection Committee) অসুবিধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই দুই তারকার হঠাৎ করে অবসর নিয়ে নানা প্রশ্নও উঠে আসছে।

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচকরা রোহিতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেনতারা তাকে আর টেস্টে ক্রিকেটে দেখছেন না। তবেঅজিত আগারকর (Ajit Agarkar) অ্যান্ড কোং আসন্ন ইংল্যান্ড সফরে কোহলিকে রেখেই দল নির্বাচন করতে চেয়েছিলেন। 

সর্বদা খবরে থাকা ভারতীয় ক্রিকেট দল নির্বাচন করা সহজ কাজ নয়। গত কয়েক বছরে, কঠোর সিদ্ধান্ত না নেওয়ার জন্য নির্বাচন কমিটির বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠেছে। কিন্তু নির্বাচক প্রধান আগারকর ও তাঁর দল সমস্ত অভিযোগকে পাত্তা না দিয়ে নিজেদের মতামতকেই প্রাধান্য দিয়েছে। 

বর্তমান নির্বাচন মণ্ডলীর আমলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছাড়া ভারতের সাফল্য কিন্তু যথেষ্ট নজরকাড়া। এই সময়ের মধ্যে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। ওডিআই বিশ্বকাপের ফাইনালেও উঠেছে টিম ইন্ডিয়া। জিতেছে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিরাট ও রোহিতের অবসরের আবহে নির্বাচকরা এই কঠিন পরিস্থিতি ভালভাবে সামলেছেন বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ব্যাটার দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক এক সময় নির্বাচক কমিটির প্রধানও ছিলেন। তিনি রোহিত-বিরাট বিষয় নিয়ে নির্বাচকদের প্রশংসাও করেছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের আগেই নির্বাচকরা রোহিতকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, লাল বলের ক্রিকেটে তাঁকে আর ভাবা হচ্ছে না। তবে বিরাটের বিষয়ে তাঁদের সমমনোভাব ছিল না। 

ভেঙ্গসরকারের মতে, এই দুই কিংবদন্তির অবসর একসঙ্গে সামলানো কঠিন কাজ ছিল, কিন্তু নির্বাচকরা দূরদর্শিতা দেখিয়েছেন। ভেঙ্গসরকার নিজেও নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, এই দুই মহান খেলোয়াড়ের অবসর পেশাদারিত্বের সঙ্গে সামলানোর জন্য আগারকার এবং তার দলকে প্রশংসা করা উচিত।

ভেঙ্গসরকার বলেন, “অবশ্যই এর কৃতিত্ব নির্বাচকদের পাওয়া উচিত। নির্বাচ কমিটির তুলনা করা সহজ নয়। আমি চাই না। প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা আছে। কোহলি এবং রোহিতের যুগ থেকে এগিয়ে গিয়ে নির্বাচকরা শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের মতো তরুণদের উপর তাদের আস্থা প্রকাশ করেছেন। গিল এখনও বড় দলের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে পারেননি। তবে তার অধিনায়ক এবং পন্থের সহ-অধিনায়ক হওয়া নিশ্চিত বলে মনে হচ্ছে।

কেএল রাহুলকে অতীতে টেস্ট অধিনায়ক হিসাবে দেখা গিয়েছে। তবে নির্বাচকদের পছন্দের দৌড়ে রয়েছেন শুভমন গিল। কারণ তিনি রাহুলের থেকে আট বছরের ছোট। দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটতে চলেছে আগারকার অ্যান্ড কোং।

এদিকে, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিত এবং কোহলি উভয়ই ব্যর্থ হন। রোহিত সিডনি টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সিডনির মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বেঙ্গসরকার। 

অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে কোহলি অফ স্টাম্পের বাইরে বল খেলতে সমস্যা হচ্ছিল তবে তার বর্তমান ফর্ম (আইপিএল) দেখে মনে হচ্ছিল, বিরাট সেই দুর্বলতা কাটিয়ে উঠেছেন। তাই নির্বাচকরা বিরাটকে ইংল্যান্ড সফরে সুযোগ দেওয়ার পক্ষেই ছিলেন।


ভিডিও স্টোরি