Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Plane Crash: আমদাবাদে দুর্ঘটনার আগে কেন পাইলট 'মেডে মেডে' বলে সংকেত দিয়েছিলেন, এর মানে কীকরিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত, বিলেতে পোলো খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবিমানের পাইলট ছিলেন ভাই, ক্লাইভের মৃত্যুতে আবেগঘন পোস্ট অভিনেতা বিক্রান্ত ম্যাসিরবিমান দুর্ঘটনায় সব শেষ, স্মৃতি হয়ে রইল কেবল সন্তানদের সঙ্গে চিকিৎসক দম্পতির তোলা সেলফিনন্দনে নেই ‘রাস’! রিভিউ কমিটির দিকে আঙুল তুলতেই তথাগতকে ‘অশিক্ষিত’ তকমা প্রেমেন্দুরআমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতদের পরিবারকে ১ কোটি টাকা দেবে টাটা গোষ্ঠীবিমান দুর্ঘটনা: মোদীকে শোকবার্তা 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' হাসিনারভেঙে চুরমার শাহরুখের মন, কী করে সম্ভব? বুঝতেই পারছেন না আমির খানএয়ার ইন্ডিয়ার যে যাত্রী বেঁচে ফিরলেন, তিনি ঠিক কোন সিটে বসেছিলেন দেখুনবর্ধমানের বাগানে হিমালয়ের আপেল ফলিয়েছেন গৌরগোপাল নন্দী
Virat-Anderson

বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বললেন তাঁর বাইশ গজের চরম শত্রু

৩৬ বছর বয়সি ভারতীয় কিংবদন্তি বিরাটের সঙ্গে অ্যান্ডারসনের দ্বৈরথ ছিল মহাকাব্যিক রূপকথার মতো। তাঁরা অসংখ্য অবিস্মরণীয় লড়াইয়ের জন্ম দিয়েছিলেন। 

বিরাটকে টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বললেন তাঁর বাইশ গজের চরম শত্রু

জেমস অ্য়ান্ডারসন ও বিরাট কোহলি

শেষ আপডেট: 14 May 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: গত দেড় দশকে ভারত-ইংল্যান্ডের (India vs England) দ্বৈরথ মানেই ছিল বিরাট কোহলি (Virat Kohli) ও জেমস অ্যান্ডারসনের (James Anderson) মধ্যে বাইশ গজের লড়াই। এই দুই ক্রিকেটারের দ্বৈরথ (Dwell) দেখতে উন্মুখ হয়ে থাকত ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের মাটিতে এই দ্বৈরথ যেন হয়ে উঠত আরও আকর্ষণীয়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেন না। কোনও সিরিজ হতো অ্যান্ডারসনের, আর তার ঠিক পরেরটাতেই দেখা যতে বিরাটের রাজকীয় ব্যাটিং।

ইংল্যান্ডের ফাস্ট বোলিং তারকা জেমস অ্যান্ডারসন আগেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি লাল বলের ক্রিকেট থেক অবসর নিয়েছেন বিরাট কোহলি। এদিকে টিম ইন্ডিয়ার আসন্ন ইংল্যান্ড সফর। এবার আর দেখা যাবে না বিরাট-অ্যান্ডারসন দ্বৈরথ, ক্রিকেটপ্রেমীরা যা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতেন।

তবে বাইশ গজে একে অপরের চরম শত্রু হলেও মাঠের বাইরে এই দুই মহাতারকার সম্পর্কের রসায়ন কিন্তু অত্যন্ত মধুর ছিল। এবার বিরাট লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর (Test Retirement) পর আবেগঘন বার্তা পোস্ট করলেন প্রাক্তন এই ইংলিশ পেসার। 

বিরাট কোহলিকে সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন হিসাবে প্রশংসা করেছেন অ্যান্ডারসন। পাশাপাশি তাঁর মতে ভারতে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ফলে অভিজ্ঞ খেলোয়াড়রা অবসর নিলেও তাঁদের জায়গা পূরণ করতে কোনও অসুবিধা হয় না। সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের মাধ্যমে কোহলি ১২৩টি ম্যাচে ৯,২৩০ রান করে তার গৌরবময় কেরিয়ারের অবসান ঘটিয়েছেন। যার মধ্যে রয়েছে দুর্দান্ত ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতক। কোহলি গ্রেম স্মিথ (৫৩টি জয়), রিকি পন্টিং (৪৮টি জয়) এবং স্টিভ ওয়া (৪১টি জয়) পর চতুর্থ সর্বাধিক সফল টেস্ট অধিনায়ক

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে শতক সংখ্যায় কোহলি চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে রয়েছেন, চিন তেন্ডুলকার (৫১টি), রাহুল দ্রাবিড় (৩৬টি) এবং সুনীল গাভাসকার (৩৪টি)। পাশাপাশি কোহলি সাতটি টেস্ট ডাবল সেঞ্চুরিও করেছেন, যা ভারতীদের মধ্যে সর্বোচ্চ।

৩৬ বছর বয়সি ভারতীয় কিংবদন্তি বিরাটের সঙ্গে অ্যান্ডারসনের দ্বৈরথ ছিল মহাকাব্যিক রূপকথার মতো। তাঁরা অসংখ্য অবিস্মরণীয় লড়াইয়ের জন্ম দিয়েছিলেন। ৩৬ ইনিংসে ৪৩.৫৭ গড়ে ইংল্যান্ডের এই গ্রেটের বিরুদ্ধে তিনি ৩০৫ রান করেছেন। এই সময়ের মধ্যে বিরাটকে অ্যান্ডারসন আউট করেছেন সাতবার

বিরাটের অবসরের পাশাপাশি রোহিতের প্রসঙ্গেও বলেছেন অ্যান্ডারসন। তিনি বলেছেন, দুর্দান্ত খেলোয়াড়। শর্মা অবসর নেওয়ার কারণে নতুন অধিনায়ক আসবে। কোহলি, সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের একজন। ভারতে অনেক বড় খেলোয়াড় আছেপাশাপাশি তাদের দলে প্রচুর তরুণ প্রতিভা আছে। আপনাকে কেবল আইপিএল দেখতে হবে। তারা এখন আইপিএল থেকে এমন খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটে আনছে যারা আক্রমণাত্মক এবং নির্ভীক” 

টকস্পোর্টে অ্যান্ডারসন আরও বলেন"এটা একটা গুরুত্বপূর্ণ বছর, অ্যাশেজ আসছে। ঘরের মাঠেও ভারত ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। ভারত খুবই শক্তিশালী দল"


ভিডিও স্টোরি