আইপিএলে সেঞ্চুরি এসেছিল বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৫ বলে। ক্রিকেটবিশ্ব দু’চোখ মেলে দেখেছিল বৈভব সূর্যবংশীর উত্থান।
বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 5 July 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে সেঞ্চুরি এসেছিল বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৫ বলে। ক্রিকেটবিশ্ব দু’চোখ মেলে দেখেছিল বৈভব সূর্যবংশীর উত্থান। তারপর যত সময় গড়িয়েছে, একদিকে নিজের জমি আরও পাকা করেছেন সমস্তিপুরের কিশোর। স্বীকৃতি জুটেছে জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ টিমে জায়গা করে নিয়েছেন। গিয়েছেন ইংল্যান্ড। আর সিরিজের চতুর্থ ম্যাচে নেমে ফিরিয়ে এনেছেন আইপিএলের স্মৃতি!
এবার আর আইপিএলের ছোট মাঠ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে সেঞ্চুরি হাঁকালেন বৈভব। ইংরেজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। শতরান এল মাত্র ৫২ বলে। গড়লেন দ্রুততম ও কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির রেকর্ড।
এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির নজির করে দেখান সরফরাজ খান। তাও প্রায় এক দশক আগে। বয়স যখন ১৫ বছর ৩৩৮ দিন, তখনই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে শতরান করেন। বৈভব শুধু সরফরাজকেই ছাপিয়ে গেলেন না, আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের নাম লিখলেন। ভাঙলেন নাজমুল হোসেন শান্তর রেকর্ড। ১৪ বছর ২৪১ দিনে শতরান করেন বাংলাদেশের ব্যাটসম্যান। বৈভব তার চেয়েও কম বয়সে নজির গড়লেন।
পাশপাশি দ্রুততম সেঞ্চুরিয়নের তালিকাতেও শীর্ষে বৈভব। পাকিস্তানের কামরান গুলাম ২০১৩ সালে ৫৩ বলে শতরান করেন। এতদিন ওটাই রেকর্ড ছিল। ভারতীয়দের মধ্যে পয়লা নম্বরে রাজ অঙ্গদ বাওয়া। উগান্ডার বিরুদ্ধে ৬৯ বলে সেঞ্চুরি আসে রাজের ব্যাট থেকে। বৈভব এক ইনিংসে দুটি রেকর্ডই ভাঙলেন!
পরের গন্তব্য কী? সিনিয়র টিমে জায়গা পাকা করা? বছর চোদ্দোর বৈভব এই প্রশ্নটাই উস্কে দিয়েছেন।