নজর কেড়েছিলেন আইপিএলে (IPL)। স্বীকৃতি মিলল জাতীয় দলে (Team India)। ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ-১৯ ভারতীয় দলে (U-19 Team India) জায়গা পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও আয়ুষ মাত্রে (Ayush Mhatre)।
বৈভব ও আয়ুষ
শেষ আপডেট: 22 May 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: নজর কেড়েছিলেন আইপিএলে (IPL)। স্বীকৃতি মিলল জাতীয় দলে (Team India)। ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ-১৯ ভারতীয় দলে (U-19 Team India) জায়গা পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। ইংল্যান্ড সফরে মোট ৫টি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। ১৬ সদস্যের টিমে জায়গা করে নিয়েছেন দুই ক্রিকেটার।
চলতি আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ধরাশায়ী হয়েছে। প্লে-অফের টিকিট জোগাড় করতে পারেনি। গ্রুপের লড়াই থেকেই বিদায় নিতে হয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেদের। কিন্তু তার মধ্যে উজ্জ্বল বৈভব। করেছেন ২৫২ রান। স্ট্রাইক রেট ২০৬.৫৬।
গত মাসেই চোদ্দো বছরে পা দেন বৈভব। মহা নিলামে ১ কোটিরও বেশি টাকায় তাঁকে কিনেছিল রাজস্থান শিবির। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন সমস্তিপুরের কিশোর। প্রথম বলে ছক্কা মেরে সবার নজর কেড়েছিলেন। গুজরাতের টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে শতরানের নজির গড়েন। টুর্নামেন্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। এ ছাড়া ৩৩ বলে ৫৭ রান এবং ১৫ বলে ৪০ রানের ইনিংস খেলে পরিণতিবোধও দেখিয়েছেন বৈভব।
অন্যদিকে চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাত্রেও চোখধাঁধানো একের পর এক ইনিংস খেলে সবার নজরে আসেন। চলতি আইপিএলে করেছেন ২০৬ রান। সর্বোচ্চ রান আরসিবির বিরুদ্ধে। ওই ম্যাচে ৪৮ বলে ৯৪ রান তুলেছিলেন আয়ুষ।
মজার বিষয়, প্রতিযোগিতা শুরুর আগে দুই ক্রিকেটারের কেউই দলে ছিলেন না। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পাওয়ায় যোগ দেন বৈভব। অন্যদিকে আয়ুষ আসেন রুতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে।
ভারতীয় অনূর্ধ-১৯ দল:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক), হর্বংশ সিং, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা, আনমোলজিৎ সিং