Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন
Ishant Sharma on Virat Kohli

‘দুনিয়ার চোখে পরাক্রমী বিরাট, আমার কাছে শুধুই চিকু’, কেমন ছিল কোহলির সঙ্গে কৈশোরের বন্ধুত্ব? স্মৃতিচারণ ইশান্ত শর্মার

আর কারও না হোক, ইশান্ত শর্মার (Ishant Sharma) তো বটেই। সারা দুনিয়া যাকে বিরাট কোহলি (Virat Kohli) নামে চেনে, জানে পরাক্রমী, কখনও উদ্ধত, কখনও বিনয়ী ক্রিকেটার হিসেবে, খাস দিল্লিতে বড় হয়ে ওঠা, ছেলেবেলার সতীর্থকে ইশান্ত ডাকেন এবং বোঝেন স্রেফ ‘চিকু’ নামে!

‘দুনিয়ার চোখে পরাক্রমী বিরাট, আমার কাছে শুধুই চিকু’, কেমন ছিল কোহলির সঙ্গে কৈশোরের বন্ধুত্ব? স্মৃতিচারণ ইশান্ত শর্মার

ইশান্ত ও বিরাট

শেষ আপডেট: 18 May 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: নামে আসে যায়।

আর কারও না হোক, ইশান্ত শর্মার (Ishant Sharma) তো বটেই। সারা দুনিয়া যাকে বিরাট কোহলি (Virat Kohli) নামে চেনে, জানে পরাক্রমী, কখনও উদ্ধত, কখনও বিনয়ী ক্রিকেটার হিসেবে, খাস দিল্লিতে বড় হয়ে ওঠা, ছেলেবেলার সতীর্থকে ইশান্ত ডাকেন এবং বোঝেন স্রেফ ‘চিকু’ নামে!

কয়েক দশক পেরিয়ে কেরিয়ারের প্রান্তলগ্নে পৌঁছেও সেই পরিচিতির রং এতটুকু তেলচিটে হয়নি। জমেনি সময়ের ধুলো, পড়েনি ঈর্ষার থাবা। র‍্যাঙ্কিংয়ে এক নম্বরের আসন দখল, দুনিয়ার সেরা দলের অধিনায়কত্ব অর্জন থেকে শুরু করে বিশ্বজয়—সফল কেরিয়ারের যাবতীয় মাইলস্টোন পেরিয়ে টেস্ট দুনিয়াকে সম্প্রতি আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি।

ইশান্ত শর্মাও এখন কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে। জাতীয় দলের হয়ে না খেললেও আইপিএলে (IPL) নামছেন। সম্প্রতি গুজরাত টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের (GT vs DC) আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাটের সঙ্গে চিরসবুজের বন্ধুত্বের খতিয়ান তুলে ধরলেন তিনি। যার শুরুয়াত সেই অনূর্ধ সতেরোর জমানা থেকে!

দুনিয়ার চোখে যিনি বিতর্কিত ক্রিকেটার, ভালবাসা ও সমালোচনাকে একই সঙ্গে গ্রহণ করেছেন, ইশান্তের মতে, মানুষ বিরাটের সঙ্গে সেই ইমেজের কোনও মিল নেই। তাঁর কথায়, ‘তারকা কোহলি বাইরের লোকেদের জন্য। আমি ওকে সেভাবে চাইলেও দেখতে পারি না। কারণ আমরা একসঙ্গে অনূর্ধ-১৭ টিমে খেলেছি। ও আমার ছেলেবেলার বন্ধু!’

কেমন ছিল সেই বন্ধুত্ব? দুজনে হাতে হাত মিলয়ে কীভাবে কেরিয়ারের একের পর একে সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছেন? খোলসা করতে গিয়ে ইশান্ত বলেন, ‘যখন আমরা অনূর্ধ-উনিশে খেলতাম, সেই সময় শুধুই টাকার হিসেব কষে চলতাম। খেতাম একসঙ্গে। ট্রাভেল অ্যালাওয়েন্স জমাতাম। বাড়ি নিয়ে ফিরতাম। বিরাট সবার কাছে আলাদা মানুষ। আমার কাছে তো বটেই।‘

চোখধাঁধানো সাফল্য আর উত্তুঙ্গ জনপ্রিয়তা। সবই কালে-কালান্তরে ‘ব্র্যান্ড বিরাটে’র জন্ম দিয়েছে। কিন্তু ইশান্তের কাছে দিল্লির বিরাট এখনও আদরের ভাই, কাছের বন্ধু। যাকে কোনও রাখঢাক ছাড়াই ‘চিকু’ বলে সম্বোধন করা যায়। ইশান্তের কথায়, ‘একবার ভাবুন, আপনার ভাই, প্রচুর সম্মান অর্জন করল, অন্য উচ্চতায় পৌঁছে গেল। কিন্তু দিনের শেষে তোমার কাছে ও একজন মানুষ-ই। যার সঙ্গে তুমি অনেক সময় কাটিয়েছ। ওর চরিত্রের ভেতর-বাহির সবটুকু চেনা। তুমি জানো, ও কোথা থেকে উঠে এসেছে, ও ঠিক কোনটা, কোনটা নয়!’

আর এই কারণেই ম্যাচের বাইরে মোলাকাত শুরু হয় না মাঠের লড়াই দিয়ে। কথা চলে ফেলে আসা সময় নিয়ে। খুনসুটিতে মেতে ওঠেন দুই বন্ধু। কতটা মজাদার বিরাট? ইশান্ত বলেছেন, ‘যখন আমরা দেখা করি, কখনও বলি না কতগুলো ম্যাচ খেলে ফেলেছি। সারাক্ষণ মজায় মেতে থাকি। এটা দেখ, সেটা দেখ, এটা শোন, সেটা শোন—এসবই চলতে থাকে। ও যে বিরাট কোহলি—সেটাই মাথায় থাকে না। আমাদের কাছে ও এখনও চিকু-ই! আমরা একসঙ্গে ঘুমিয়েছি, রুম শেয়ার করেছি।‘

প্রসঙ্গত, দুই বন্ধু প্রায় একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের উঠোন ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে উঠে আসেন। ইশান্ত একটু আগে, বিরাট কিছুটা পরে। সেই দিনের কথা ফিরে দেখতে বসে স্মৃতিকাতর ইশান্ত। বলেছেন, ‘যখন আমার অভিষেকের খবর এল, বিরাট আমায় ধাক্কা মেরে জানিয়েছিল। অবাক হওয়ার সুরে বলেছিল, তুমি সত্যি দেশের হয়ে খেলবে? আমি কথার জবাবে শুধু বলেছিলাম, ওসব ছাড়ো তো! আমায় ঘুমোতে দাও।‘


ভিডিও স্টোরি