Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Gautam Gambhir

ইংল্যান্ড সফর নিয়ে ‘টেনশন’! সিদ্ধিবিনায়কের মন্দিরে প্রার্থনা গম্ভীরের

ইংল্যান্ড সফরের আগে কি তিনি দুশ্চিন্তায় রয়েছেন? কারণ এদিন তাঁকে সস্ত্রীক (With Wife) দেখা গেল মুম্বইয়ের (Mumbai) শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে (Siddhivinayak Ganapati Temple)। সেখান গিয়ে প্রার্থনা (Pray) করেন তিনি। 

ইংল্যান্ড সফর নিয়ে ‘টেনশন’! সিদ্ধিবিনায়কের মন্দিরে প্রার্থনা গম্ভীরের

সিদ্ধিবিনায়ক মন্দির প্রার্থনারত সস্ত্রীক গম্ভীর

শেষ আপডেট: 15 May 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: রবিচন্দ্রন অশ্বিন-সহ অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গম্ভীর যুগ’ (Gambhir Era)। আসলে বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat-Rohit Retirement) লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এই আলোচনা জোরাল হয়েছে। 

গত বর্ডার-গাভাসকরা সিরিজে হারের পর নাম না করে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের দিকে আঙুল তুলেছিলেন ভারীতয় ক্রিকেটের হেডস্যার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ড্রেসিংরুমের কথা বাইরে চলে আসাতেও ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে গৌতির সঙ্গে বিরাটের বিবাদ তো সর্বজনবিদিত। 

কিছুদিন আগেই গম্ভীর বলেছিলেন, রান করলে কে দল থেকে বাদ দেবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। আসলে এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, নাম নয়, দলে থাকতে হলে রান করতে হবে। এর ঠিক পরপরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত ও বিরাট।

বিরাট-রোহিতের অবসরের পর অনেকেই আঙুল তুলছেন গম্ভীরের দিকে। প্রশ্ন উঠেছে, এই দুই মহাতারকার অবসরের পিছনে টিম ইন্ডিয়ার প্রধান কোচের হাত নেই তোএদিকে সামনেই ইংল্যান্ড সফর। সম্ভাব্য দল নিয়ে যা শোনা যাচ্ছে, সেখানে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতার দিক থেকে বিরাট, রোহিতের ধারে কাছে নেই কোনও ব্যাটার। একমাত্র লোকেশ রাহুল ও ঋষভ পন্থ ছাড়া বাকি সবাই প্রায় নতুন। 

তবে তিনি গৌতম গম্ভীর। বরাবরই চাঁচাছোলা, কাটখোট্টা। সমালোচকদের পাত্তা দেন না, নিজের মতামতকেই বারবার প্রাধান্য দিয়ে এসেছেন। তবে ইংল্যান্ড সফরের আগে কি তিনি দুশ্চিন্তায় রয়েছেনকারণ এদিন তাঁকে সস্ত্রীক (With Wife) দেখা গেল মুম্বইয়ের (Mumbai) শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে (Siddhivinayak Ganapati Temple)। সেখান গিয়ে প্রার্থনা (Pray) করেন তিনি। ইতিমধ্যেই সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ভাইরাল এই ছবি ও ভিডিওতে নানা কমেন্টসও আসতে শুরু করেছে। রোহিত-বিরাটহীন ভারতের জন্য কি তিনি প্রার্থনা করলেনকারণ এবারের ইংল্যান্ড সফরে এই দুই মহাতারকাহীন টিম ইন্ডিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইংল্যান্ডে ব্যর্থ হলেই গম্ভীরের দিকে আঙুল উঠবে। 

ভাইরাল হওয়া ভিডিওতে অনেক নেটিজেনই ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, বিরাটের অবসরের সময় যে রাজনীতির খেলা খেলেছেন, তার জন্য লজ্জা হয়।’ অপর একজন লেখেন, নতুন এক অধ্যায়ের আধ্যাত্মিক সূচনা! টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে গম্ভীরের সাফল্য কামনা করছি। গণপতি বাপ্পার আশীর্বাদ সব সময় পথ দেখাবে!’ 


ভিডিও স্টোরি