Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
উড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্ত
Indian Women's Team

আসন্ন ইংল্যান্ড সফরের দল ঘোষণা, টি-টোয়েন্টি স্কোয়াডে শেফালি

ভারতীয় মহিলা দল ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। উভয় ফরম্যাটেই দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

আসন্ন ইংল্যান্ড সফরের দল ঘোষণা, টি-টোয়েন্টি স্কোয়াডে শেফালি

ভারতীয় মহিলা ক্রিকেট দল

শেষ আপডেট: 15 May 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: পুরুষ দলের পাশাপাশি ভারীতয় মহিলা দলও (India Female Team) যাবে ইংল্যান্ড সফরে (England Tour)। ২৮ জুন থেকে শুরু হবে সেই সফর। এদিন ইংল্যান্ডের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের (T-20 and ODI Series) জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)

ভারতীয় মহিলা দল ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। উভয় ফরম্যাটেই দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কউর।

বৃহস্পতিবার বোর্ডের মহিলা নির্বাচন কমিটি এই দল ঘোষণা করেছে। দলে পরিচিত মুখদের প্রত্যাবর্তনের পাশাপাশি কিছু চমকও রয়েছে। ফাস্ট বোলার রেণুকা সিং এবং অফ-স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল বাদ পড়েছেন। তবে তাঁদের বাদ পড়ার কারণ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন শেফালি ভার্মা (Shafali Verma)। এবারের মহিলা প্রিমিয়ার লিগে (WPL) তিনি দুরন্ত ফর্মে ছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে তিনি ১৫২.৭৬ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছিলেন। যদিও তাঁর দল টানা তৃতীয়বারের মতো ডব্লিউপিএল ফাইনালে উঠলেও এবারও ব্যর্থ হয়েছে। অলরাউন্ডার স্নেহ রানাও টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন। অভিজ্ঞ অফ-স্পিনার ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা পাননি তবে ঘরোয়া পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই তাঁর অবদান রাখার ক্ষমতা ইংলিশ কন্ডিশনে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে।

মুম্বইয়ের পেসার সায়ালি সাতঘরে তার ঘরোয়া পারফরম্যান্সের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় দলেই জায়গা পেয়েছেন। তবে রেণুকা সিং এবং শ্রেয়ঙ্কা পাতিল এবার জাতীয় দলে সুযোগ পাননি। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রধান পেসার রেণুকা গত বছরের কাঁধের অস্ত্রোপচারের পর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে, শ্রেয়ঙ্কার ঘরোয়া ক্রিকেট এবং ডব্লিউপিএলে দুর্দান্ত পারফর্ম করলেও কোনও দলেই সুযোগ পাননি

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেস, রিচা ঘোষ (উইকেটরক্ষক)স্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চারানি, শুচি উপাধ্যায়, অমনজ্যোৎ কাউরঅরুন্ধুতী রেড্ডি, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘারে। 

ভারতের ওডিআই স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমাইমা রড্রিগেস, রিচা ঘোষ (উইকেটরক্ষক)স্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চারানি, শুচি উপাধ্যায়, অমনজ্যোৎ কাউরঅরুন্ধুতী রেড্ডি, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘারে। 


ভিডিও স্টোরি