এক বছর আগেই এই মেগা টুর্নামেন্টের সূচি প্রকাশ করল আইসিসি। গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ–১-এ রয়েছে ভারত ও পাকিস্তান। এই গ্রুপের বাকি দলগুলি হল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ।
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 18 June 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল ২০২৬ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Women’s T-20 World Cup) ক্রীড়াসূচি (Schedule)। বুধবার এই সূচি প্রকাশ করেছে আইসিসি (ICC)। ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডের মাঠে বসবে বিশ্বকাপ আসর। সূচি অনুযায়ী গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চির প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।
এক বছর আগেই এই মেগা টুর্নামেন্টের সূচি প্রকাশ করল আইসিসি। গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ–১-এ রয়েছে ভারত ও পাকিস্তান। এই গ্রুপের বাকি দলগুলি হল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ।
গ্রুপ–২-এ রয়েছে আয়োজক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ও বাছাইপর্ব থেকে উঠে আসা দু’টি দল।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে। ২৪দিন ধরে চলা টুর্নামেন্টে ৩৩টি ম্যাচ হবে। দু’টি সেমিফাইনাল হবে দ্য ওভালে, ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ সালের আসরে ছিল ১০। ১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।