Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Indian Cricket

আন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল

এই ম্যাচের বেশ কিছু ছবি শেয়ার করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, "বেকেনহ্যাম... দলের মধ্যে খেলার এক দুর্দান্ত প্রথম দিন! কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের হাফ সেঞ্চুরি, শার্দূল ঠাকুর উইকেট নিলেন।"

আন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল

শুভমান গিল

শেষ আপডেট: 14 June 2025 10:48

দ্য ওয়াল ব্যুরোএকদিকে যখন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে তখন বেকেনহ্যামে আন্তঃস্কোয়াড ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া (Team India is playing an inter-squad match in Beckenham)। শুক্রবার ম্যাচের প্রথম দিনে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং তারকা ব্যাটা কেএল রাহুল (KL Rahul) দুর্দান্ত অর্ধশতক করেছেন। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি জোরদার করতে টিম ইন্ডিয়া এই ম্যাচটি খেলছে।

ম্যাচটি বন্ধ দরজার পিছনে খেলা হচ্ছে। ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের কিছু ছবি বিসিসিআই তাদের অফিসিয়াল 'এক্স' (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছে। সেখানে নতুন অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুলকে বড় শট মারতে দেখা গিয়েছে। এই আন্তঃস্কোয়াড ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না।

এই মাসের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ইন্ডিয়া-এ গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে দুই ম্যাচের একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ খেলেছে। প্রথম ম্যাচে করুণ নায়ারের দ্বিশতকের পর দ্বিতীয় ম্যাচে কেএল রাহুল দুর্দান্ত সেঞ্চুরি করেন। রাহুল যে রকম ফর্মে রয়েছেন, তাতে সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকেই ইনিংস ওপেন করতে দেখা যাবে। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজেও তিনি ওপেন করেছিলেন

শুক্রবার থেকে শুরু হওয়া আন্তঃস্কোয়াড ম্যাচেও অর্ধশতকের ইনিংস খেলেছেন কে এল। পাশাপাশি অধিনায়ক গিলও অর্ধশতকের দেখা পেয়েছেন। বোলিংয়ে নজর কেড়েছেন শার্দূল ঠাকুর

এই ম্যাচের বেশ কিছু ছবি শেয়ার (Picture Share) করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, "বেকেনহ্যাম... দলের মধ্যে খেলার এক দুর্দান্ত প্রথম দিন! কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের হাফ সেঞ্চুরিশার্দূল ঠাকুর উইকেট নিলেন।"

বিসিসিআই-এর শেয়ার করা ছবিতে যশস্বী জয়সওয়ালকে নন-স্ট্রাইকার এন্ডে দেখা যাচ্ছেকিন্তু বিসিসিআই পোস্টে তাঁর পারফরম্যান্সের কথা উল্লেখ করেনি। যার অর্থ হল তিনি এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। 

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ২০ জুন থেকে ২৪ জুন হেডিংলিতে অনুষ্ঠিত হবে। বাকি চারটি ম্যাচ বার্মিংহাম (২-৬ জুলাই)লর্ডস (১০-১৪ জুলাই)ম্যানচেস্টার (২৩-২৭ জুলাই) এবং দ্য ওভালে (৩১ জুলাই-৪ গস্ট) অনুষ্ঠিত হবে।


ভিডিও স্টোরি