কাল আচমকাই একগাদা পুতুলের ছবি নিজের স্টোরিতে আপলোড করেন রোহিত। আর তার তলায় লিখে দেন: ‘আমার মেয়ে এর অর্থ বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না!’
রোহিত শর্মা
শেষ আপডেট: 12 June 2025 05:22
দ্য ওয়াল ব্যুরো: নিজের অবসর-বার্তায় যা লিখেছিলেন, তার অভিধা দাঁড়ায়: তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন।
লক্ষণায় ধরা পড়েছিল বিষাদ। টিম ইন্ডিয়ার জার্সি পরাটা গর্বের। তিনি এই ফর্ম্যাটকে মিস করবেন।
বাকি ছিল ব্যঞ্জনা। গতকাল তার কোটাও পূরণ করলেন রোহিত শর্মা। যে ইনস্টাগ্রামে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন নাতিদীর্ঘ পোস্ট লিখে, সেখানেই একটি স্টোরি ছাড়লেন। দেখতে সাদামাটা। কিন্তু অর্থ গভীর হওয়ার সম্ভাবনা প্রবল!
কাল আচমকাই একগাদা পুতুলের ছবি নিজের স্টোরিতে আপলোড করেন রোহিত। আর তার তলায় লিখে দেন: ‘আমার মেয়ে এর অর্থ বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না!’
এরপরই শুরু হয় গুঞ্জন। সব ছেড়ে কেন খামোখা পুতুল নিয়ে পড়লেন রোহিত? শুধুই কি মেয়ের সঙ্গে খুনসুটির খবর দিতে? নাকি আলগোছে, ইঙ্গিতে, প্রচ্ছন্নভাবে পৌঁছে দিলেন অন্যতর বার্তা? সেই বার্তা কি তাঁর আচমকা অবসর নিয়ে? অপ্রত্যাশিত না হলেও যাছিল বিস্ময়কর! বিশেষ করে সদ্য চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন যখন, শুরু হচ্ছে আইপিএল, তারপর ইংল্যান্ড সফর আরম্ভ হওয়ার কথা—সেই সময় রোহিতের অবসর একাধিক প্রশ্ন তুলে দেয়।
এর পাঁচদিন বাদে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় বিতর্ক, গুঞ্জন আরও ঘনীভূত হয়। তবে কি পুরনো মুখদের সরিয়ে নতুন, উদীয়মান ক্রিকেটারদের নিয়ে চলতে চাইছে ভারতীয় বোর্ড? গুরু গম্ভীর কি বিরাট, রোহিতের মতো তারকাদের উপর আস্থা রাখতে পারছেন না? ইংল্যান্ড সফরের দল ঘোষণা এবং তুলনায় অনভিজ্ঞ শুভমান গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তে এই অনুমানই সত্যি বলে মনে করছেন অনেকে।
২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দল পুরোদমে প্রস্তুতিও শুরু করেছে। এই আবহে রোহিতের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। তবে কি সত্যি তাঁকে ‘পুতুল’ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে কেউ? তিনি কি বোর্ডের সদস্য? নাকি নির্বাচকমণ্ডলীর?
মেয়ের আগডুমবাগডুম বোঝানো রোহিতের মাথার উপর দিয়ে যেতে পারে। কিন্তু ক্রিকেটভক্তদের বিশ্লেষণে কোনও রহস্যই রহস্য নয়! আগামী কয়েক দিনে পর্দা হয়তো আরও কিছুটা উন্মোচিত হবে।