Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘প্যান প্যান প্যান’! জরুরি অবতরণের আগে এই সঙ্কেত দিয়েছিলেন দিল্লি-গোয়া বিমানের পাইলট'আমেরিকা ও তার পোষা কুকুরের ওপর আরও বড় হামলা হবে', ফের হুঁশিয়ারি খামেনেইরIndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের
Gambhir Reacts to Bengaluru Tragedy

‘এদেশে রোড শো হওয়াই উচিত নয়!’ আরসিবিকে একহাত নিয়ে মন্তব্য গম্ভীরের

শোকপ্রকাশ করলেন। সহমর্মিতা জানালেন। এর পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে একহাত নিয়ে বলে দিলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।

‘এদেশে রোড শো হওয়াই উচিত নয়!’ আরসিবিকে একহাত নিয়ে মন্তব্য গম্ভীরের

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 6 June 2025 05:29

দ্য ওয়াল ব্যুরো: আরসিবির (RCB) বিজয় মিছিলকে (Road Show) ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও তার জেরে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় ১১ জনের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শোকপ্রকাশ করলেন। সহমর্মিতা জানালেন। এর পাশাপাশি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে একহাত নিয়ে বলে দিলেন, উৎসবকে কেন্দ্র করে ১১ জনের মৃত্যু কোনওভাবেই বরদাস্ত করা যায় না।

২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ (England Series)। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় ক্রিকেট দলের কোচ গম্ভীর (Gautam Gambhir) ও নয়া অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। মুম্বইয়ের বৈঠকের পরই ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। তার আগে মিডিয়ার সঙ্গে শেষ সাক্ষাতে আসন্ন সিরিজ, দল বাছাই ও অধিনায়ক নির্বাচন বিষয়ে কথা বলার ফাঁকে উঠে আসে বেঙ্গালুরু প্রসঙ্গ। কোনো দ্বিধা ছাড়াই আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি, তাদের কর্তাব্যক্তি এবং স্থানীয় প্রশাসনকে নিশানা করেন গম্ভীর। কারও নাম না নিলেও বলে দেন, ‘আমি কোনওদিনই রোড শোয়ের ভক্ত নই। ২০০৭ সালেও আমি একই মন্তব্য করেছিলাম। দেশে এ ধরনের আয়োজন হওয়া অনুচিত। ভবিষ্যতে স্টেডিয়ামে উৎসব জাতীয় কিছু করা যেতে পারে। যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছেন, তাঁদের সহমর্মিতা জানাতে চাই।‘

প্রসঙ্গত, বেঙ্গালুরু পুলিশ আরসিবিকে ওপেন বাস প্যারেড, বিজয় মিছিল আয়োজন করতে বারণ করে বলে সূত্রের খবর। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সেই নিষেধ মানেনি। ওপেন বাস প্যারেড বাতিল হলেও স্টেডিয়ামের মূল অনুষ্ঠান রদ হয়নি। তার জন্য ফ্রি পাস বিলি, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ জাতীয় ঘোষণাও চলতে থাকে। ততক্ষণে উপচে পড়েছে জনপ্লাবন। এই ধরনের ঘোষণায় উৎসাহ আরও বাড়ে। লেগে যায় হুড়োহুড়ি। তার জেরেই স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান।

এ ধরনের অবিবেচনাপ্রসূত আয়োজন যে মোটেও কাম্য নয়, সে কথা স্মরণ করিয়ে গম্ভীর বলেন, ‘আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত। প্রতিটি জীবন মূল্যবান। যদি রোড শো আয়োজনের পরিস্থিতি ও সময় না থাকে, তাহলে উৎসব থেকে সরে আসা উচিত। কোনও পরিস্থিতিতেই ১১ জন মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।‘

প্রসঙ্গত, ইংল্যান্ড সফর থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে। এই সিরিজে ভারতীয় বাহিনী রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনের মতো তারকাদের ছাড়া খেলতে নামবে। হেডিংলে, এডবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে বসবে প্রতিযোগিতার আসর।


ভিডিও স্টোরি