ঋষভ পন্থ মানেই ছকভাঙা ব্যাটিং। ফুটওয়ার্কের তোয়াক্কা করে হাতখুলে খেলা। রুলবুকের মোদ্দা ব্যাকরণই হচ্ছে আগ্রাসন।
ঋষভ পন্থ
শেষ আপডেট: 5 July 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থ মানেই ছকভাঙা ব্যাটিং। ফুটওয়ার্কের তোয়াক্কা করে হাতখুলে খেলা। রুলবুকের মোদ্দা ব্যাকরণই হচ্ছে আগ্রাসন।
আর এই আগ্রাসী খেলার তালে কখনও নিজে বাইশ গজে শুয়ে পড়েন, কখনও হাত থেকে ছিটকে যায় ব্যাট। আজ এই দৃশ্যের সাক্ষী থাকল এজবাস্টন। টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে বিরাট ছক্কা হাঁকাতে গিয়ে হাত থেকে ছিটকে যায় ব্যাট। বাউন্ডারির ওধারে না পড়লেও অনেক দূর উড়ে গিয়ে পড়ে। ইংল্যান্ডের ফিল্ডাররা এসে তুলে দেন। আসনে বসা দর্শকরা হাসিতে লুটিয়ে পড়েন!
ইনিংসের ৩০’তম ওভারে কেএল রাহুল আউট হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ঋষভ। বোলার জশ টাঙ্গ। তাঁর ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার ও ছক্কা মেরে বুঝিয়ে দেন আজ তিনি ধামাকা করতেই মাঠে নেমেছেন।
এর খানিক বাদেই মজার কাণ্ড! বোলার সেই টাঙ্গ। ঋষভের রান বেড়ে দাঁড়িয়েছে ৩১। বল খেলেছেন ১৯টি। ওভারের একটি বল জোরে মারতে গিয়ে ব্যাট উড়ে যায় স্কোয়ার লেগের দিকে। বল জেমি স্মিথের হাতে। একজন বল কুড়িয়ে আনেন, অন্য একজন ব্যাট। হাসতে শুরু করেন গ্যালারির সমস্ত দর্শক। জসপ্রীত বুমরাহও তাতে যোগ দেন!
দেখুন ভিডিও:
It's all happening 😅
Big swing no ding from Rishabh Pant 😂 pic.twitter.com/bJ489vvEYb— England Cricket (@englandcricket) July 5, 2025