চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে
শেষ আপডেট: 11 December 2024 07:16
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান লিখিত আশ্বাস চেয়েছে, ভবিষ্যতে তারা আর কোনও আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিপূর্বে জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না। সেই পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে এই দাবি করেছে। সূত্রের খবর, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক সম্পর্কের কারণেই পিসিবি জানিয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি তারা হাইব্রিড মডেলে আয়োজন করবে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে। আর বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের এই গরমাগরম পরিস্থিতির মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি পরামর্শ দিয়েছেন, পাকিস্তান যেন আইসিসি-র যাবতীয় ইভেন্ট বয়কট করে। তাঁর কথায়, বিসিসিআই আগামী পদক্ষেপ গ্রহণ করার আগেই পাকিস্তানের উচিত এই টুর্নামেন্ট বয়কট করা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। কিন্তু, নিরাপত্তার কারণে ভারত সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তান যাওয়ার সবুজ সংকেত দেয়নি। তাই রোহিত শর্মার দলও এই টুর্নামেন্ট খেলতে প্রতিবেশী দেশে যাবে না।
এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। চারটে করে দল দুটো গ্রুপে খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২ দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আর সেমিতে বিজয়ী ২ দলের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হবে।
গত বছর ৫০ ওভারের এশিয়া কাপের আসরও পাকিস্তানে বসেছিল। কিন্তু, বিসিসিআই-এর কঠোর অবস্থানের কারণে এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ টিম ইন্ডিয়া কলম্বোয় খেলেছিল।