চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কিত মন্তব্য রশিদ লতিফের
শেষ আপডেট: 3 December 2024 10:59
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট খেলার জন্য পাকিস্তানে তারা পা রাখবে না। এই ঘটনায় বিতর্ক ক্রমশই বাড়তে শুরু করেছে। এবার এই ঘটনায় এক নয়া মোড় দেখতে পাওয়া গেল। কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নাম নিয়ে হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান। আসুন, গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।
চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে কার্যত ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। সম্প্রতি একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে তিনি কোনও এক ভাইয়ের নাম উল্লেখ করেছেন। জানিয়েছেন, আমি ভাইয়ের বাড়ির একেবারে সামনেই থাকি। রশিদ লতিফের ব্যবহৃত এই 'ভাই' শব্দটার সঙ্গে দাউদ ইব্রাহিমের নাম যোগ করছেন নেট নাগরিকদের একাংশ। যদিও তিনি ভিডিওয় একবারও দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ করেননি।
ভাইরাল হওয়া এই ভিডিওয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বললেন, 'কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ? আমি একেবারে ভাইয়ের বাড়ির সামনে থাকি। যেখানে আমি বসে আসি, এই পাশেই রয়েছে ভাইয়ের ঘর। ফলে ওপর থেকে যে খেলা চলছে, সেটা বন্ধ করা হোক।' দেখে নিন সেই ভিডিও...
Pakistan ex-cricketer Rashid Latif bragging about his connections with most wanted terrorist Dawood Ibrahim:
— Johns (@JohnyBravo183) December 2, 2024
Says "whom are you messing with?" I stay near Bhai's house (ref to Dawood staying in Karachi)
And he wants India to play Champions Trophy SF in Karachi. pic.twitter.com/tDnTELRJDo
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইসিসি এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টুর্নামেন্ট আদৌ হাইব্রিড মডেলে আয়োজন করা হবে কি না, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছিল, পাকিস্তান হাইব্রিড মডেলে আয়োজন করতে না পারলে, তা অন্য কোনও দেশ আয়োজন করবে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়ে গিয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে যে আইসিসি-র সামনে পিসিবি বেশ কয়েকটা শর্তও রেখেছে। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ভবিষ্যতে আইসিসি-র কোনও টুর্নামেন্টে ভারতে খেলতে যাবে না পাকিস্তান।