রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা। বিরাট কোহলি থেকে অজিঙ্কা রাহানে—অনেকেই ইংল্যান্ডের ময়দানে দাপটের সঙ্গে পারফর্ম করেছেন। যুদ্ধে নামার আগে করুণ নায়ার, শুভমান গিলরা অবশ্যই চাইবেন সেই সমস্ত ইনিংসের ঝলক দেখে নিতে!
গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 13 June 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: লিডসে ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। প্রথম ম্যাচ হেডিংলেতে। এই টুর্নামেন্ট দিয়েই ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্নি আরম্ভ করেছে টিম ইন্ডিয়া।
এবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ। পাশপাশি কঠিন চ্যালেঞ্জও বটে। কীভাবে ঘাসে-ছাওয়া বাইশ গজে ইংরেজ বোলারদের পেস, সিম ও সুইংয়ের মোকাবিলা করবে ভারতীয় দল, সেই নিয়ে অনেক কৌতূহল বিশেষজ্ঞ ও সমর্থকদের মনে জমতে শুরু করেছে। বিশেষ করে গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়ার জমিতে বিপর্যয় ভারতীয় দলের ব্যাটিং লাইন আপকে একগুচ্ছ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
এর আগে রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা। বিরাট কোহলি থেকে অজিঙ্কা রাহানে—অনেকেই ইংল্যান্ডের ময়দানে দাপটের সঙ্গে পারফর্ম করেছেন। যুদ্ধে নামার আগে করুণ নায়ার, শুভমান গিলরা অবশ্যই চাইবেন সেই সমস্ত ইনিংসের ঝলক দেখে নিতে!
১. অজিঙ্কা রাহানে (১০৩, লর্ডস):
২০১৪ সালের ইংল্যান্ড সফর ভারতীয় দলের জন্য মোটেও সুখস্মৃতি নয়। সিরিজে মাত্র একটি ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। সেটা লর্ডসে। আর ওই লড়াইয়ে দলের ত্রাতা হয়ে ওঠেন অজিঙ্কা রাহানে। কঠিন পরিস্থিতিতে হাল ধরেন। হাঁকান সেঞ্চুরি। ১৫৪ বলে ১০৩ রান তুলে আউট হন। মারেন ১৫টি চার, একটি ছয়। রাহানের সেঞ্চুরির দৌলতেই দলের ২৯৫ রান ওঠে। শেষমেশ ৯৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
২. বিরাট কোহলি (১৪৯, এজবাস্টন): চার বছর বাদে ফের একবার ইংল্যান্ড সফরে যায় ভারতীয় দল। ততদিনে আইকনে পরিণত হয়েছেন কোহলি। কিন্তু বিদেশের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডে কি রান করতে পারবেন তিনি? প্রশ্ন তুলেছিল সমালোচকদের একাংশ। এজবাস্টনে তার সমুচিত জবাব দেন কোহলি। খেলেন ১৪৯ রানের দাপুটে ইনিংস, ২২টি চার ও একটি ছক্কায় সাজানো। ৫৪ রানে দুই উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, নম্বর চারে নেমেছিলেন বিরাট। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের বল তখন এলোমেলো বাতাসে বাঁক খাচ্ছে। কিন্তু ঠান্ডা মাথায় পরিস্থিতির সামাল দেন কোহলি। মাত্র ৩১ রানে টিম ইন্ডিয়া টেস্ট হেরে যায়, সিরিজও হাতছাড়া হয়। কিন্তু বিরাটের লড়াই ক্রিকেটের মহাফেজখানায় জায়গা করে নিয়েছে।
৩. কেএল রাহুল (১২৯, লর্ডস): রাহানের মতোই লর্ডসে জ্বলে ওঠেন রাহুল। তবে সেটা ২০২১ সালে। করেন ১২৯ রান। দুর্দান্ত ১২৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত শর্মার সঙ্গে। ২৫০ বল খেলে, ১২ খানা চার ও একটি ছক্কার সৌজন্যে ইনিংস সাজান। ভারত প্রথম ইনিংসে তোলে ৩৬৪। লড়াই জিতে নেয় ১৫১ রানে।
৪. রোহিত শর্মা (১২৭, ওভাল): আইকনিক ওভাল স্টেডিয়ামে পরিচিত মেজাজে ধরা দেন রোহিত। ২০২১ সালে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১২৭ রান করেছিলেন তিনি। ভারত ৯৯ রানে পিছিয়ে ছিল। কিন্তু রোহিতের ইনিংস মোড় ঘুরিয়ে দেয়। ভারত ম্যাচ জেতে। সমতা ফেরায় সিরিজে। ২-২ ফলাফলে শেষ হয় ভারতীয় দলের ইংল্যান্ড অভিযান।
৫. রাহুল দ্রাবিড় (১৪৬, ওভাল): ২০১১ সালের ট্যুর টিম ইন্ডিয়ার কাছে দুঃস্বপ্নের সফর। ভারত ৪-০ ব্যবধানে সিরিজ হারে। কিন্তু দলের বিপণ্ণতার মধ্যেও মাথা উঁচু করে লড়ে যান দ্রাবিড়।
ওভালের ইনিংস বিশেষভাবে স্মরণীয়, আইকনিক। তার কারণ, ওই ইনিংসে ওপেনে নেমেছিলেন দ্রাবিড়। আর অপরাজিত থাকেন শেষ পর্যন্ত! খেলেন ২৬৬ বল। মারেন কুড়িখানা চার। ভারত ওই টেস্ট ইনিংসে হারলেও দ্রাবিড়ের একার লড়াই সহজে ভোলার নয়।