পিসিবি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "২৫ মে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (PCL) খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে।"
বাবর, রিজওয়ান ও আফ্রিদি
শেষ আপডেট: 21 May 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) হাল একদমই ভাল নয়। গত কয়েক বছর ধরেই দুর্দশা চলছে পড়শি দেশের ক্রিকেটে। ক্রিকেটারদের ফর্মহীনতা, একের পর এক কোচ বদল, দলে অন্তর্কলহ- এই সব নিয়ে জেরবার পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে সামনেই রয়েছে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (T-20 Series Against Bangladesh)। এই সিরিজে দল নির্বাচনের জন্য চমক দেখাল পিসিবি (PCB)।
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে পিসিবি। সেই দলে স্থান হয়নি প্রাক্তন তিন অধিনায়কের। তারকা প্রথা থেকে বেরিয়ে পিসিবি বাদ দিয়েছে তিন অভিজ্ঞ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi), বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan)। দলের অধিনায়ক করা হয়েছে সালমান আলি আগাকে (Salman Ali Agha)।
এদিকে গত সপ্তাহে নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনের হাতে তুলে দেওয়া হয়েছে পাক ক্রিকেটের দায়িত্ব। আকিব জাভেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে হেসন তাঁর নতুন যাত্রা শুরু করবেন।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সালমান আগাকে অধিনায়ক রেখেই বিশ্বকাপ খেলার চিন্তা-ভাবনা রয়েছে পাক বোর্ডের। পাশাপাশি পিসিবি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "২৫ মে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (PCL) খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে।"
পেসার শাহিন মার্চ মাসে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের দলে থাকলেও এবার তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না বাবর ও রিজওয়ান। জানা গিয়েছে, স্লো ব্যাটিংয়ের জন্যই বাদ পড়েছেন পাক ক্রিকেটের এই দুই তারকা। শাহিনের বিপক্ষে গিয়েছে তাঁর পিসিএলের ফর্ম। লাহোর কালান্দার্সের হয়ে ১০টি পিএসএল ম্যাচে ৮.২০ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন শাহিন।
এদিকে, পিএসএল ৩৯৪ রান করে শীর্ষে থাকার পর পুনরায় দলে ডাক পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না ব্যাটার সাইম আইয়ুব এবং ফখর জামান। এই দুই ব্যাটারকেই বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে রাখা হয়েছে। গত বছরের মে মাস থেকে একাধিক চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফাস্ট বোলার হাসান আলি ফিরে এসেছেন পাক স্কোয়াডে।
পিসিবি জানিয়েছে, ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে পিএসএল ১০ দিন বিলম্বিত হওয়ার ফলে সিরিজের ম্যাচের সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে এবং তিনটি ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ ওয়াসিম, মহম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব।