তিনি সাবধানী। জানালেন, আন্তর্জাতিক ময়দান থেকে অবসর নেওয়া একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে একজন কোচ বা নির্বাচকের নাক গলানোর কোনও ‘অধিকার’ নেই।
বিরাট, রোহিত ও গম্ভীর
শেষ আপডেট: 23 May 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: তিনি সাবধানী। জানালেন, আন্তর্জাতিক ময়দান থেকে অবসর নেওয়া একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে একজন কোচ বা নির্বাচকের নাক গলানোর কোনও ‘অধিকার’ নেই।
এর পাশাপাশি তিনি আক্রমণাত্মকও বটে। আগের মন্তব্যের পিঠোপিঠি জুড়ে দেন, বিরাট (Virat Kohli) কিংবা রোহিতের (Rohit Sharma) অবসরগ্রহণ টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে রাখবে। দলের অন্দরে একটা শূন্যতা সৃষ্টি করবে। কিন্তু সেই ফাঁক ভরাট করার দায়িত্ব তরুণ ক্রিকেটারদেরই গ্রহণ করতে হবে।
দলের দুই তারকা ক্রিকেটার টেস্টের ময়দানকে বিদায় জানানোর পর এই প্রথম মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কতটা ক্ষতিগ্রস্ত হল দল? আসন্ন ইংল্যান্ড সিরিজের (England Series) আগে আদৌ পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন শুভমান গিল (Shubhman Gill), যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)? প্রশ্নের জবাবে গম্ভীরের উত্তর, ‘এটা সত্যি, আমাদের নামতে হবে দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া। অনেক সময় এই শূন্যতা বাকিদের কাছে দায়িত্ব সামলে এগিয়ে আসার সুযোগ তৈরি করে। তাদের কেউ হাত তুলে জানিয়ে দেয়, আমি তৈরি। এটা অবশ্যই কঠিন চ্যালেঞ্জ বটে। কিন্তু আমি নিশ্চিত, কেউ না কেউ এগিয়ে এসে সেটা গ্রহণ করবে।‘
কীসের ভিত্তিতে এত বড় দাবি করছেন তিনি? আগে কখনও এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, যেখানে দু’জন সুপারস্টার একই সঙ্গে অবসর নিয়েছেন? জবাবে গম্ভীরের ব্যাখ্যা, ‘চ্যাম্পিয়নস ট্রফি এর বড় প্রমাণ। যখন বুমরাহ দলে ছিল না, তখনও আমি একই কথা বলেছিলাম। একজনের অনুপস্থিতি, অন্যের কাছে দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি করে দেয়। আশা করি, বাকি অনেকে সুযোগের অপেক্ষায় রয়েছে।‘
কিন্তু সংবাদমাধ্যম, সমাজমাধ্যমে যেভাবে বিরাট ও রোহিতের অবসরের জন্য তাঁকে ও বোর্ডকে ভিলেন বানানো হচ্ছে, এর সত্যতা কতখানি? জবাবে গম্ভীর বলেন, ‘আমার মনে হয়, খেলা শুরু আর খেলা শেষ করার সিদ্ধান্ত প্রত্যেকের ব্যক্তিগত। কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। কোচ, নির্বাচক, দেশের কোনও নাগরিক… কেউই একজন ক্রিকেটার কখন অবসর নেবেন, কখন নেবেন না সেটা ঠিক করে দিতে পারেন না। এটা সেই খেলোয়াড়ের ভেতর থেকে আসে।‘