Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষালরাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?
Sunil Gavaskar

IPL 2025: চিয়ারলিডার-ডিজে নয়, শুধু ক্রিকেটই পারে প্রিয়জনদের হারানোর অনুভূতিকে সম্মান করতে, বার্তা সানির

কিছু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। আমি চাই এর সঙ্গে সম্পর্কিত সমস্ত শো-অফ নয়, শুধু খেলা হোক। ভিড় থাকুক, কিন্তু সঙ্গীত নয়। 

IPL 2025: চিয়ারলিডার-ডিজে নয়, শুধু ক্রিকেটই পারে প্রিয়জনদের হারানোর অনুভূতিকে সম্মান করতে, বার্তা সানির

সুনীল গাভাসকার

শেষ আপডেট: 13 May 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান আবহের (India-Pakistan Conflict) জেরে বিজনেস এন্ডে এসে আপাত স্থগিত (Apparent suspension) হয়ে গিয়েছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। দুই দেশের মধ্যে পরিস্থিতি আবার শান্ত হয়েছে। তাই গতকাল বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের বিরতির পর ১৭ মে (17 May) আইপিএল ২০২৫ আবার শুরু হবে। 

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত শুক্রবার (৯ মে) বিসিসিআই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, "এই গুরুত্বপূর্ণ সময়ে বিসিসিআই জাতির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা ভারত সরকারসশস্ত্র বাহিনী এবং আমাদের দেশের জনগণের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি। বোর্ড আমাদের সশস্ত্র বাহিনীর সাহসনিঃস্বার্থ সেবাকে কুর্নিশ জানায়যাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টা অপারেশন সিঁদুর-এর (Operation Sindoor) অধীনে জাতিকে রক্ষা এবং অনুপ্রাণিত করে চলেছে। ভারতীয় সেনা সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অপ্রীতিকর আগ্রাসনকে রুখে দিচ্ছে।"

২২ এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার পর সীমান্ত উত্তেজনা আরও বেড়ে যায়। ২৬ জন বেসামরিক নাগরিক (২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক) প্রাণ হারান ওই দিন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকা (Sunil Gavaskar) মনে করেনআইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলিতে (প্রদর্শনী খেলা ছাড়া) কোনও বিনোদন (Entertainment) থাকা উচিত নয়।

সানি স্পোর্টস টুডেকে বলেছেন, "আমি যা দেখতে চাই তা হলশেষ কয়েকটি ম্যাচ। আমার মনে হয়, আমরা প্রায় ৬০টি ম্যাচ খেলেছি। এখনও বাকি রয়েছে ১৫-১৬টি ম্যাচ। আমি আন্তরিকভাবে কামনা করি, যা ঘটেছে তা ভোলার নয়। কিছু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। আমি চাই এর সঙ্গে সম্পর্কিত সমস্ত শো-অফ নয়, শুধু খেলা হোক। ভিড় থাকুক, কিন্তু সঙ্গীত নয় (Let there be a crowd, but not music)। ওভারের মাঝখানে কোনও ডিজে (DJ) চিৎকার না করুক।" খেলা ছাড়া আর কিছুই চাই না।

ভারতের এই প্রবাদপ্রতিম ক্রিকেটার আরও বলেন, "এবার এমন একটি টুর্নামেন্ট হোক, যেখানে ভারসাম্য বজায় থাকবে সাম্প্রতিক আবহে কোনও নৃত্য (Dance) চাইছি না, চিয়ারলিডার (Cheerleader), ডিজে কিছুই না।" শুধুমাত্র ক্রিকেটই প্রিয়জনদের হারানো পরিবারের অনুভূতিকে সম্মান করার একটি সুন্দর উপায় হতে পারে।"

আইপিএল ২০২৫ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনরায় শুরু হবে ১৭ মে। সেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে। 


ভিডিও স্টোরি