Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: আকাশ দীপের বলে রুট কি আউট ছিলেন? জানিয়ে দিল এমসিসিটি-শার্টের উপর ব্রা পরেছেন! নেহার এমন ফ্যাশন দেখে লোকজন বলছে, 'নিজেকে আয়নায় দেখেননি নাকি?'হাওড়ার কলেজে যৌন নির্যাতনের অভিযোগ, এসএফআইয়ের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিপথের কাঁটা প্রেমিকার স্বামীকে পুকুর ঘাটে ডেকে খুন! গোঘাটে গ্রেফতার দুই অভিযুক্ত'কোনও ভেজাল নেই, দাম ছিল আর থাকবে', শমীকের সঙ্গে বৈঠক শেষে পুরনো মেজাজে দিলীপবাবর, রিজওয়ান, শাহীনকে ছাড়াই বাংলাদেশ যাচ্ছে পাকিস্তানচোট পেয়ে ছিটকে গেলেন দিমিত্রভ, উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সিনার, আজ নামছেন আলকারাজকলেজে কলেজে ‘ভাইপো গ্যাং’ রাজত্ব! ৫০ জনের নামের তালিকা প্রকাশ শুভেন্দুরচকচকে দুনিয়ার অন্দরমহল: মধুর ভান্ডারকরের নতুন ছবিতে বলিউড তারকাদের ঘরকন্নার গসিপ!খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ
Sami Likely to Miss England Series

Mohammed Shami: ফিটনেস নিয়ে সংশয়, ইংল্যান্ড সিরিজে সম্ভবত দলে জায়গা পাচ্ছেন না সামি

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহম্মদ সামিকে (Mohammed Shami) ইংল্যান্ড সিরিজের (England Series) জন্য দলে রাখা হবে না। চোটের কারণে বর্ডার-গাভাসকার সিরিজে (BGT Series) তাঁকে নামতে দেখা যায়নি।

Mohammed Shami: ফিটনেস নিয়ে সংশয়, ইংল্যান্ড সিরিজে সম্ভবত দলে জায়গা পাচ্ছেন না সামি

মহম্মদ সামি

শেষ আপডেট: 23 May 2025 05:47

দ্য ওয়াল ব্যুরো: যত দিন গড়াচ্ছে, আসন্ন ইংল্যান্ড সফর (England Series) নিয়ে অনুরাগীদের উৎসাহের পারদ চড়ছে। এর একটা কারণ অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma Retirement), বিরাট কোহলির সরে যাওয়া (Virat Kohli Retirement)। দুই তারকা ক্রিকেটারের আকস্মিক অবসরের পর দলে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। সেটা কে বা কারা পূরণ করবে? কেমন হতে চলেছে বোর্ডের আগামী দিনের নীতি? তারা কি তারুণ্যে আস্থা রাখতে চলেছেন? নাকি প্রবীণ-নবীনের মিশেলে নতুন ধাঁচের টিম তৈরির পথে হাঁটবেন? সমস্ত প্রশ্নের জবাব হয়তো কাল-পরশুর মধ্যেই পাওয়া যাবে।

কিন্তু ব্যাটিং অর্ডার যাই হোক না কেন, সেখানে বিরাট, রোহিতের জায়গায় পূজারা, রাহানে সুযোগ পান কি না সেটা আপাতত অস্পষ্ট থাকলেও বোলিং ইউনিটের ক্ষেত্রে নির্বাচকরা যে অনভিজ্ঞ অথচ প্রতিশ্রুতিমান খেলোয়াড়েই আস্থা রাখতে চলেছেন, তার ইঙ্গিত ইতিমধ্যে মিলতে শুরু করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহম্মদ সামিকে (Mohammed Shami) ইংল্যান্ড সিরিজের (England Series) জন্য দলে রাখা হবে না। চোটের কারণে বর্ডার-গাভাসকার সিরিজে (BGT Series) তাঁকে নামতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, একই কারণে সামি ইংল্যান্ডেও অনুপস্থিত থাকবেন। টেস্টে সিমারদের একটানা স্পেল করতে হবে। বছর চৌত্রিশের পেসার কি পারবেন ১০ ওভার নাগাড়ে বল করে যেতে? আইপিএলে চলতি মরশুমে তেমন ফর্মে নেই সামি। তা ছাড়া ২০ ওভারের খেলা আর লাল বলের ক্রিকেটের মধ্যে আশমান-জমিন ফারাক। ফলে সামির ‘ফিটনেস’ ও ‘ফর্ম’—দুই নিয়েই সন্দিহান নির্বাচকদের বড় অংশ। ‘অভিজ্ঞতা’ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও সেটা সামিকে এ যাত্রা বাঁচাতে পারবে না।

বোর্ডের এক আধিকারিক এই বিষয়ে বলেছেন, ‘সামি সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে সাকুল্যে ৪ ওভার বল করে। কিন্তু বোর্ড ও নির্বাচকরা বুঝে উঠতে পারছেন না একদিনে ১০ ওভার বল করার ধকল ও নিতে পারবে কি না। ইংল্যান্ডের মতো জায়গায় টেস্ট ম্যাচ মানে পেসারদের বড় বড় স্পেলে বল করতে হবে। এক্ষেত্রে তাঁরা কেউই ঝুঁকি নিতে চাইছেন না।‘

সামি ইংল্যান্ডে না গেলে বদলি কে? সূত্রের খবর দুটো নাম প্রাথমিকভাবে আলোচনার টেবিলে উঠে এসেছে। একজন অর্শদীপ সিং। অন্যজন অংশুল কমবোজ। প্রথম জন বাঁ-হাতি পেসার। দ্বিতীয় জন ডান হাতি। অর্শদীপ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। নিয়মিত উইকেট নিচ্ছেন। রান আটকে রাখছেন। অর্শদীপের সুইং বোলিং ইংল্যান্ডের আবহাওয়া ও পিচের হিসেবে ঘাতক হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন।

অন্যদিকে অংশুল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন। ২২ ম্যাচ নিয়েছেন ৭৪ উইকেট। তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য ইন্ডিয়া-এ টিমের হয়ে বাছাই করা হয়েছে। ফলে ভারতীয় দলেও সম্ভবত মহম্মদ সামির উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারেন অংশুল।


ভিডিও স্টোরি