ফাইনালে মান্ধানার দুর্দান্ত সেঞ্চুরি ওপর ভর করে ভারত ৯৭ রানে হারায় শ্রীলঙ্কাকে। এর পরই এক স্থান এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মান্ধানা। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।
স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 13 May 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এর প্রভাব পড়েছে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে (ICC Ranking)। মান্ধানার দাপট গোটা সিরিজ জুড়েই দেখা গিয়েছে। ফাইনালেও ভারতীয় মহিলা দল আয়োজক শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে খেতাব জিতেছে। তাঁর এই পারফরম্যান্সের পর ওডিআই ব্যাটারদের তালিকায় (ODI Batter Ranking) দ্বিতীয় (Second) স্থান উঠে এসেছেন এই ভারতীয় ওপেনার।
ফাইনালে মান্ধানার দুর্দান্ত সেঞ্চুরি ওপর ভর করে ভারত ৯৭ রানে হারায় শ্রীলঙ্কাকে। এর পরই এক স্থান এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মান্ধানা। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। মান্ধানার বর্তমান পয়েন্ট ৭২৭। ২০১৯ সালের পর মান্ধানা ফের প্রথম দুইয়ে উঠে এলেন।
ত্রিদেশীয় সিরিজে ৫২.৮০ গড়ে ২৬৪ রান করেছিলেন মান্ধানা এবং সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এই সিরিজে তিনি একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন। সিরিজের শেষ লিগ ম্যাচে তিনি ৬৩ বলে ৫১ রান করেছিলেন। এরপর ফাইনালে তিনি ১০১ বলে ১১৬ রান করেন, যার ভিত্তিতে প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪২ রান করে।
ত্রিদেশীয় সিরিজে মান্ধনার ব্যাট জ্বলে ওঠার পাশাপাশি স্নেহ রানাও বোলিংয়ে অসাধারণ পারফর্ম করেন। শেষ ম্যাচে তিনি চারটি উইকেট নিয়েছিলেন। তিনি সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন। ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন চার ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৪৪০। সিরিজে তিনি পাঁচ ইনিংসে মোট ১৫ উইকেট নিতে সফল হন।
ভারতের দীপ্তি শর্মাও এক ধাপ এগিয়েছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন পাঁচ নম্বরে চলে এসেছেন। সিরিজে দীপ্তি চার ইনিংসে ১৪৬ রান করেন এবং পাঁচটি উইকেট দখল করেন।