Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!
Shubman Gill

গম্ভীরের বাড়িতে দীর্ঘ বৈঠক, কথা হয়েছে আগারকরের সঙ্গেও, এগিয়ে কি গিল?

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গিল সম্প্রতি দিল্লিতে ভারতের কোচ গৌতম গম্ভীরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচ ঘণ্টা কথাও হয়েছে। 

গম্ভীরের বাড়িতে দীর্ঘ বৈঠক, কথা হয়েছে আগারকরের সঙ্গেও, এগিয়ে কি গিল?

শুভমান গিল ও গৌতম গম্ভীর

শেষ আপডেট: 17 May 2025 15:21

দ্য ওয়াল ব্যুরোরোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের (Rohit Sharma Retirement) পর ক্রিকেট বিশ্বে একটা প্রশ্ন খুব ঘুরপাক পাচ্ছে, কে হবেন ভারতের (India) পরবর্তী টেস্ট অধিনায়ক (Next Test Captain)? এই দৌড়ে প্রবল ভাবে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এদিকে, অধিনায়ক হিসাবে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin) আবার পছন্দ রবীন্দ্র জাদেজা (Ravendra Jadeja)

অশ্বিনের মত হল, গিলকে পরবর্তীতে অধিনায়ক করা যেতেই পারে। কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁকে আপাতত সহ-অধিনায়ক করা হোক, আর অধিনায়ক করা হোক রবীন্দ্র জাদেজাকে। ভারতের এই কিংবদন্তি স্পিনার বলেছেন, “আপনি যদি একজন নতুন ব্যক্তিকে অধিনায়ক হিসাবে বেছে নিতে ইচ্ছুক হনতাহলে আমি বলব কেন তাঁকে পূর্ণকালীন দায়িত্ব দেওয়ার আগে দুই বছরের জন্য একজন অভিজ্ঞ ব্যক্তির অধীনে রাখা হবে না। আর সেই অভিজ্ঞ ব্যক্তি হলেন জাদেজা।”

উল্লেখ্য, বিরাট কোহলি এবং রোহিতের টেস্ট থেকে অবসরের পরজাদেজা ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তাঁর ৮০ টেস্টে ৩৩৭০ রান এবং ৩২৩ উইকেট রয়েছে। 

এদিকে, ভারতের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের (BCCI) একটি প্রভাবশালী মহল অধিনায়ক হিসাবে চাইছে বুমরাহকে। কিন্তু এই ফাস্ট বোলারের প্রধান সমস্যা হল টানা টেস্ট খেলার ধকল তিনি কতটা নিতে পারবেন। 

বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসাবে এগিয়ে আছেন। পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাবভাব দেখে মনে হচ্ছে শুভমান গিলকেই তাঁর পছন্দ। 

৭ মে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তারপর থেকে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে তীব্র জল্পনা চলছে। বেশিরভাগ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মধ্যে অধিনায়কের দৌড় চলছে। নতুন অধিনায়ক ২০ জুন থেকে শুরু হওয়া ভারতের ইংল্যান্ড সফর থেকে দায়িত্ব নেবেন।

এদিকে, টাইমস অ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছেগিল সম্প্রতি দিল্লিতে ভারতের কোচ গৌতম গম্ভীরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচ ঘণ্টা কথাও হয়েছে। এতে আরও বলা হয়েছেবিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) ৬ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫ ম্যাচের পর গিলের সঙ্গে দেখা করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিসিসিআই শুভমান গিলকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, "জিটি-কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গিল চিত্তাকর্ষক নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছেন। চলতি আইপিএলে দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে


ভিডিও স্টোরি