Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Kuldeep 'Books' Rohit's Vacated Seat

টিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেই

ইংল্যান্ডে খুব বেশি অভিজ্ঞতা নেই কুলদীপের। খেলেছেন মাত্র একটি টেস্ট। বল করেছেন ন’ওভার। যদিও সঙ্গী যিনি, সেই রবীন্দ্র জাদেজা শুধুমাত্র ক্রিকেটের ময়দানে নয়, ইংল্যান্ডের জমিতেও দলের হাল ধরেছেন বহুবার।

টিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেই

কুলদীপ ও রোহিত

শেষ আপডেট: 16 June 2025 07:07

দ্য ওয়াল ব্যুরো: আগে বাসে যে সিটে বসতেন রোহিত শর্মা (Rohit Sharma), যেতেন ট্রেনিংয়ে, ফিরতেন ম্যাচ খেলে, এবার সেই আসন দখল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

তবে রোহিতের প্রতি বিশেষ কোনও আবেগ কিংবা অন্য কোনও বিশেষ উদ্দেশ্য থেকে নয়, সতীর্থ স্পিনার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শের জন্যই যে ওই সিট বেছে নিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা স্পষ্ট করেছেন কুলদীপ। বলেছেন, ‘ওই সিটে এখন আমি বসছি। রোহিত ভাইয়ের জায়গা কোনওদিন নিতে পারব না। আসলে জাড্ডু ভাইয়ের (রবীন্দ্র জাদেজা) সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর জন্যই এখানে বসা। এখন তো অ্যাশ ভাইও (আর অশ্বিন) নেই। ফলে স্পিনার হিসেবে এই কথোপকথন আমার কাছে গুরুত্বপূর্ণ। আসলে জাদেজা এবং অশ্বিন—দুজনের থেকেই আমি অনেক কিছু শিখেছি। খেলা শুরু করছি যখন, তাঁদের পাশে পেয়েছি। জাদেজার পার্টনার হওয়া আমার কাছে সৌভাগ্যের। আর আমি সেটা উপভোগ করছি।‘

ইংল্যান্ডে খুব বেশি অভিজ্ঞতা নেই কুলদীপের। খেলেছেন মাত্র একটি টেস্ট। বল করেছেন ন’ওভার। যদিও সঙ্গী যিনি, সেই রবীন্দ্র জাদেজা শুধুমাত্র ক্রিকেটের ময়দানে নয়, ইংল্যান্ডের জমিতেও দলের হাল ধরেছেন বহুবার। খেলেছেন ১২টি টেস্ট। রবিচন্দ্র অশ্বিনের অবসরের পর, জসপ্রীত বুমরাহও যখন লাগাতার চোট-আঘাত প্রবণতার জন্য অনিশ্চিত, তখন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, কুলদীপ-জাদেজা জুটি ইংল্যান্ডের ঘাসে ছাওয়া পিচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস। দুজনের বোলিংয়েই স্পিনের পাশপাশি গতি বাড়তি শক্তি। হেডিংলে কিংবা লর্ডসের পিচে যা ভয়ংকর হয়ে উঠতে পারে।

কিন্তু দল হিসেবে কতটা শক্তিশালী এবারের ভারতীয় টিম? বিশেষ করে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের পর তরুণদের নিয়ে গড়া দল কি লড়াই শুরুর আগেই কিছুটা চাপে থাকবে না?

মানতে নারাজ কুলদীপ। বলেছেন, ‘সিনিয়রা চলে গেলে একটা শূন্যতা তো আসেই। বিরাট ভাই, রোহিত ভাই দুজনেই দলের জন্য অনেক কিছু করেছেন। তাঁদের অভাব সত্যি অনুভব করব। কিন্তু উল্টোদিকে এটা তরুণদের কাছে পারফর্ম করার বড় সুযোগ। ওরা এর জন্য যথেষ্ট উত্তেজিতও বটে। ব্যাটসম্যানরা নেটে ভালমতো পরিশ্রম করছে, প্রস্তুতি জোরদার চলছে।‘


ভিডিও স্টোরি