Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রক
Ravi Shastri

কোহলি মানসিকভাবে ক্লান্ত ছিল, টেস্ট থেকে বিরাটের অবসর নিয়ে জানালেন রবি শাস্ত্রী

শাস্ত্রী বলেন, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তাঁর মতে, ক্রমাগত সমালোচনার কারণে কোহলি মানসিকভাবে ক্লান্ত (Mentally Tired) হয়ে পড়েছিলেন।

কোহলি মানসিকভাবে ক্লান্ত ছিল, টেস্ট থেকে বিরাটের অবসর নিয়ে জানালেন রবি শাস্ত্রী

বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

শেষ আপডেট: 16 May 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে বিরাট কোহলি অবসর (Virat Kohli Retirement) নেওয়ার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ১২ মে ইনস্টাগ্রামের মাধ্যমে অবসরের ঘোষণা করেছিলেন কিং কোহলিকিন্তু গোটা ক্রিকেটবিশ্ব এখনও বিরাটময়। বিশ্বের নানা প্রান্ত থেকে একের পর এক প্রতিক্রিয়া এসেই চলেছে। 

শুধু বর্তমান বা প্রাক্তন ক্রিকেটাররাই নন, বিরাটকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে চলেছেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরাও। এরই মধ্যে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিরাট সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়েছেন।

শাস্ত্রী যখন ভারতীয় দলের কোচ ছিলেন তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। দুজনের সম্পর্কের রসায়নও মধুর ছিল। তাঁদের সময় ভারত ধারাবাহিক ভাবে ভাল খেলেছে। ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার মনে করেন, আরও দুই-তিন বছর অনায়াসে খেলতে পারতেন বিরাট। শাস্ত্রী বলেন, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তাঁর মতে, ক্রমাগত সমালোচনার কারণে কোহলি মানসিকভাবে ক্লান্ত (Mentally Tired) হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। শাস্ত্রী জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করার কিছুক্ষণ আগে তিনি কোহলির সঙ্গে কথা বলেছিলেন।

আইসিসি রিভিউয়ের একটি পর্বে শাস্ত্রী বলেন, “আমি বিরাটের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমার মনে হয় অবসর ঘোষণার এক সপ্তাহ আগেই ও এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আর ও খুব পরিষ্কার ছিল। আমার মনে হয়, অবসর নিয়ে বিরাটের কোন অনুশোচনা নেই। তবে বিরাট আমাকে অবাক করে দিয়েছিল কারণ আমি ভেবেছিলাম টেস্ট ক্রিকেটে র অন্তত দুই-তিন বছর বাকি আছে। কিন্তু যখন তুমি মানসিকভাবে ক্লান্ত থাকো, তখন তোমার শরীর তাই বলে। তা তুমি যতোই শারীরিকভাবে সুস্থ হও না কেন।”

শাস্ত্রী আরও বলেছে, “তুমি হয়তো তোমার দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড়ের চেয়ে ফিট, কিন্তু যদি তুমি মানসিকভাবে ক্লান্ত থাকো তাহলে তা শরীরে একটা বার্তা পাঠায়। তুমি তো আগেই জানো।

বিরাটের প্রশংসা করে ভারতীয় দলের এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, সারা বিশ্বে বিরাট প্রশংসিত। গত দশকে অন্য যেকোনও ক্রিকেটারের তুলনায় বিরাটের ভক্তের সংখ্যা বেশি। অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা, বিরাট মানুষকে খেলা দেখার জন্য অনুপ্রাণিত করেছে। কোহলি ৬৮টি টেস্ট ম্যাচে ভারতকে ৪০টি জয় এনে দিয়েছেন, যা এখন পর্যন্ত যেকোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ।

শাস্ত্রী বলেন, “যদি সে কিছু করার সিদ্ধান্ত নেয়, সে তার ১০০ শতাংশ দিয়ে সেটা করে, যা মেলানো সহজ নয়। একজন খেলোয়াড় নিজের কাজ করার পর সাধারণত ড্রেসিংরুমে গিয়ে বিশ্রাম নেন।কিন্তু কোহলির ক্ষেত্রে, যখন দল আউট হয়, তখন মনে হয় যেন সব উইকেট তাকেই নিতে হবে, সব ক্যাচ নিতে হবে, মাঠের সব সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এত বেশি ব্যস্ততা যে, আমার মনে হয় সে বিশ্রাম না নিলে পুড়ে খাক হয়ে যাবে।


ভিডিও স্টোরি