Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Ravindra Jadeja

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাদেজার, এই কৃতিত্ব কপিল, ক্যালিসদেরও নেই

জাদেজা টেস্ট ফরম্যাটের ইতিহাসে অলরাউন্ডার হিসাবে এক নতুন মাইলফলক গড়েছেন। তিনি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে (All-rounder Ranking) রয়েছেন টানা ১১৫১ দিন। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই।

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাদেজার, এই কৃতিত্ব কপিল, ক্যালিসদেরও নেই

রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 14 May 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেস্ট ক্রিকেট (Indian Test Cricket) এখন পালাবদল পর্বের মধ্যে দিয়ে চলছে। তিন অভিজ্ঞ ক্রিকেটার সম্প্রতি লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন বর্ডার-গাভাসকার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরের ঠিক আগেই সকলকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন লাল বলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে টিম ইন্ডিয়াকে এবার ভরসা করতে হবে প্রধানত জুনিয়র ক্রিকেটারদের ওপর। 

এদিকে, একের পর এক টানা অবসরের মাঝে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বর টেস্ট অলরাউন্ডার (Test All-rounder) হিসাবে ইতিহাস তৈরি করেছেন। এই ঐতিহাসিক কৃতিত্ব গড়ে জাদেজা জ্যাক ক্যালিস এবং কপিল দেবের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গিয়েছেন

 

গত কয়েক বছর ধরে সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন জাদেজা। ২০২৪ সালে তিনি ২৯.২৭ গড়ে ৫২৭ রান করেছেন এবং ২৪.২৯ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো সতীর্থরা টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও ৩৬ বছর বয়সে এসেও জাদেজা প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন।

জাদেজা টেস্ট ফরম্যাটের ইতিহাসে অলরাউন্ডার হিসাবে এক নতুন মাইলফলক গড়েছেন। তিনি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে (All-rounder Ranking) রয়েছেন টানা ১১৫১ দিন। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই। পাশাপাশি তিনি ২০২৪ সালের জন্য আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও অন্তর্ভুক্ত হয়েছেন

সর্বশেষ আইসিসি পুরুষদের টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জাদেজা ৪০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। ৩২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। এরপরে রয়েছেন যথাক্রমে মার্কো জ্যানসেন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) এবং জো রুট (ইংল্যান্ড)।
অশ্বিন, রোহিত এবং বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো জাদেজার পালা। কিন্তু  অবসর প্রসঙ্গে সৌরাষ্ট্রের এই অলরাউন্ডারের কোনও মতামত এখনও পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে, আসন্ন ইংল্যান্ড সফরে তাঁকে রেখেই দল ঘোষণা করবে অজিত আগারকার অ্যান্ড কোং।


ভিডিও স্টোরি