Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
অসুস্থ মাকে দেখে আগামিকাল ইংল্যান্ড ফিরছেন গম্ভীর, বুমরাহর ডেপুটি নিয়ে এখনও ধোঁয়াশাহংকং-দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে মাঝআকাশে ফের গোলযোগ, ফিরল বিমান 'হাফ মিনিস্টার এত হাওয়াই চটি ভালবাসলে...', বিধানসভা থেকে কাকে নিশানা মুখ্যমন্ত্রীরহাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বললেন বিচারপতি, কাগজে বিজ্ঞপ্তি দিতে নির্দেশটিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেইইরান-ইজরায়েল থেকে দেশে ফিরতে উদগ্রীব ভারতীয়রা, নীরব দিল্লিমহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্টবিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ-শঙ্কর, ওয়াকআউট বিজেপিরআমদাবাদের দুর্ঘটনায় মিলল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার, তদন্তে বড় অগ্রগতির আশা
Ravindra Jadeja

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাদেজার, এই কৃতিত্ব কপিল, ক্যালিসদেরও নেই

জাদেজা টেস্ট ফরম্যাটের ইতিহাসে অলরাউন্ডার হিসাবে এক নতুন মাইলফলক গড়েছেন। তিনি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে (All-rounder Ranking) রয়েছেন টানা ১১৫১ দিন। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই।

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাদেজার, এই কৃতিত্ব কপিল, ক্যালিসদেরও নেই

রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 14 May 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেস্ট ক্রিকেট (Indian Test Cricket) এখন পালাবদল পর্বের মধ্যে দিয়ে চলছে। তিন অভিজ্ঞ ক্রিকেটার সম্প্রতি লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন বর্ডার-গাভাসকার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরের ঠিক আগেই সকলকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন লাল বলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে টিম ইন্ডিয়াকে এবার ভরসা করতে হবে প্রধানত জুনিয়র ক্রিকেটারদের ওপর। 

এদিকে, একের পর এক টানা অবসরের মাঝে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বর টেস্ট অলরাউন্ডার (Test All-rounder) হিসাবে ইতিহাস তৈরি করেছেন। এই ঐতিহাসিক কৃতিত্ব গড়ে জাদেজা জ্যাক ক্যালিস এবং কপিল দেবের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গিয়েছেন

 

গত কয়েক বছর ধরে সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন জাদেজা। ২০২৪ সালে তিনি ২৯.২৭ গড়ে ৫২৭ রান করেছেন এবং ২৪.২৯ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো সতীর্থরা টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও ৩৬ বছর বয়সে এসেও জাদেজা প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন।

জাদেজা টেস্ট ফরম্যাটের ইতিহাসে অলরাউন্ডার হিসাবে এক নতুন মাইলফলক গড়েছেন। তিনি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে (All-rounder Ranking) রয়েছেন টানা ১১৫১ দিন। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই। পাশাপাশি তিনি ২০২৪ সালের জন্য আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও অন্তর্ভুক্ত হয়েছেন

সর্বশেষ আইসিসি পুরুষদের টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জাদেজা ৪০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। ৩২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। এরপরে রয়েছেন যথাক্রমে মার্কো জ্যানসেন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) এবং জো রুট (ইংল্যান্ড)।
অশ্বিন, রোহিত এবং বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো জাদেজার পালা। কিন্তু  অবসর প্রসঙ্গে সৌরাষ্ট্রের এই অলরাউন্ডারের কোনও মতামত এখনও পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে, আসন্ন ইংল্যান্ড সফরে তাঁকে রেখেই দল ঘোষণা করবে অজিত আগারকার অ্যান্ড কোং।


ভিডিও স্টোরি