প্রথমে মনে করা হয়েছিল, রাজনৈতিক কারণে, দ্বিপাক্ষিক অস্থিরতার জেরে মঞ্চ বদলে ফেলা হচ্ছে। পরে জানা যায়, যেহেতু ফাইনালের দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষণের পূর্বাভাস রয়েছে, তাই ম্যাচ পণ্ড হওয়ার আগাম আশঙ্কায় কলকাতা থেকে প্লে-অফ সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 18 May 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে বললেন, ‘এত সহজে সরিয়ে দেওয়া যায়?’
তারপর সেই সরানো-না সরানো নিয়ে সমর্থকদের বিক্ষোভের সূত্রে জানালেন, প্রতিবাদে কাজ হবে না। আলাপ-আলোচনাতেই গলবে বরফ।
আইপিএলের (IPL) প্লে-অফ (Play-off) ও ফাইনাল (IPL Final) ইডেন গার্ডেনস (Eden Gardens) থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে এভাবেই ঘুঁটি সাজানোর নিদান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারত-পাক সীমান্ত সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতির জেরে গত ৮ মে থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয় আইপিএল (IPL 2025)। থমকে থাকা টুর্নামেন্ট দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরোধিতার পর ফের শুরু হয়েছে। কিন্তু বদলে গিয়েছে দিনক্ষণ। তার চেয়েও গুরুত্বপূর্ণ—পাল্টেছে ম্যাচের ভেন্যুও।
ইতিমধ্য বিসিসিআই (BCCI) সতেরোর বদলে ছ’টি জায়গায় বাদবাকি ম্যাচ আয়োজনের ঘোষণা করেছে। আর সেখানেই দ্বিতীয় প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেনস। আগে যে ম্যাচ-সূচি বিজ্ঞাপিত হয়, সেখানে এই দুই গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ দ্বৈরথ আয়োজনের বরাত পেয়েছিল কলকাতা। কিন্তু এবার পরিবর্তিত তালিকায় নাম নেই ইডেনের। আর একে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।
প্রথমে মনে করা হয়েছিল, রাজনৈতিক কারণে, দ্বিপাক্ষিক অস্থিরতার জেরে মঞ্চ বদলে ফেলা হচ্ছে। পরে জানা যায়, যেহেতু ফাইনালের দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষণের পূর্বাভাস রয়েছে, তাই ম্যাচ পণ্ড হওয়ার আগাম আশঙ্কায় কলকাতা থেকে প্লে-অফ সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়, কোন রাজ্যে বসবে আসর—ফাইনালেরও—সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সূত্রের খবর, সম্ভবত আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই দ্বিতীয় প্লে-অফ ও চূড়ান্ত লড়াই হতে চলেছে।
এই নিয়ে বিতর্কের মধ্যে এবার সরব হলেন সিএবি তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অসন্তোষের সুরেই বলে দিলেন, ‘ফাইনাল সরানো কি এতই সহজ?’ এরপর যোগ করলেন, ‘এটা ইডেনের প্লে-অফ। কোনও না কোনও সমাধানসূত্র বেরোবে। আমি এই বিষয়ে ভীষণ আশাবাদী।‘
শুক্রবার ইডেনের বাইরে একদল সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। দাবি জানাতে থাকেন—ফাইনাল অন্যত্র সরানো যাবে না, হতে হবে কলকাতাতেই। যদিও এ ধরনের উদ্যোগে অবস্থা খুব একটা বদলাবে বলে মনে করছেন না সৌরভ। বলেছেন, ‘বিক্ষোভে লাভের লাভ হবে না। বিসিসিআইয়ের সিএবির সঙ্গে ভাল সম্পর্ক।‘
তাহলে ফার্স্ট লিস্টে কেন কলকাতার নাম নেই? কেন প্লে-অফের ভেন্যু ঘোষণায় এখনও গড়িমসি করে চলেছে বোর্ড? এ নিয়ে বলতে গিয়ে সৌরভের ব্যাখ্যা, ‘কেকেআরের ঘরের ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তাই ইডেন প্রাথমিক তালিকায় ছিল না।‘
উল্লেখ্য, শুরুতে ফাইনাল ২৫ মে ইডেনে হওয়ার কথা ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা পিছিয়ে ৩ জুন হতে চলেছে। দ্বিতীয় প্লে-অফ, যেটা কলকাতায় হত, এখন কোথায় হবে সেটা বিসিসিআই জানায়নি, গোড়ায় ২৩ মে আয়োজনের জন্য স্থির হয়।