রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে হেরে এবারের আইপিএলে লাস্ট বয় হিসেবে যাত্রা শেষ করার পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) সাফ সাফ জানিয়ে দিলেন, গোটা মরশুম জুড়ে তাঁরা যেমন পারফর্ম করেছেন, তাতে লিগ টেবিলে (IPL League Table) দশম স্থানে থাকাটাই তাঁদের প্রাপ্য।
স্টিফেন ফ্লেমিং
শেষ আপডেট: 21 May 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: কোনও অজুহাত নয়, অন্যের ঘাড়ে দোষ চাপানো নয়। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে হেরে এবারের আইপিএলে লাস্ট বয় হিসেবে যাত্রা শেষ করার পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) সাফ সাফ জানিয়ে দিলেন, গোটা মরশুম জুড়ে তাঁরা যেমন পারফর্ম করেছেন, তাতে লিগ টেবিলে (IPL League Table) দশম স্থানে থাকাটাই তাঁদের প্রাপ্য।
আইপিএলে গ্রুপ স্তরে আর একটিমাত্র ম্যাচ বাকি। তা জিতলেও রান রেটের যা অবস্থা, তাতে সিএসকে সর্বশেষ জায়গা ছেড়ে উপরে উঠবে না। চলতি সিজনে মাত্র তিনটি ম্যাচ জিতেছেন ধোনিরা। এই বিষয়ে নজরে টেনে ফ্লেমিংয়ের সাফাই, ‘অবশ্যই আমরা এই জায়গায় থাকতে চাই না। ভাল ক্রিকেট খেলতে চাই। সবাই মিলে একজোট হয়ে পরপর দুর্দান্ত পারফর্ম করতে চেয়েছি। এর আগে দুটো ভাল পারফরম্যান্স আমাদের লক্ষ্য ছিল। আজকের পর সেটা কমে দাঁড়াল একে। হয়তো এটাই প্রমাণ করে কেন আমরা সবার শেষে রয়েছি।‘
গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন। বিশেষ করে ডেথ ওভারে একের পর এক ইয়র্কারে চেন্নাই বাহিনীকে ১৮৭ রানে বেঁধে রাখতে সফলও হয় রাজস্থান। শিবম দুবে (৩৯) এবং এমএস ধোনি (১৬) দ্রুতগতিতে রান তুলতে পারেননি। শেষ তিন ওভারে ওঠে মাত্র ১৭ রান। যখন মনে করা হচ্ছিল দুশোর উপর রান চেন্নাই হেসেখেলে তুলবে, তখন তার বেশ কিছুটা আগেই থমকে যায় ইনিংস।
এবারের আইপিএলে অনেক রোগের মতো শেষ ওভারে চালিয়ে খেলতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে সিএসকে বাহিনীকে। এই বিষয়ে কোচ ফ্লেমিংয়ের বক্তব্য, ‘আমাদের লোয়ার অর্ডার এই মুহূর্তে ঠিকঠাক নেই। বিষয়টি বরাবর সংশোধন করতে চেয়েছি। সামনের মরশুমের জন্য অনেক কিছু ভেবে রাখা হয়েছে। যাতে ভুলগুলো শুধরে ফেলতে পারি। এই সিজনে এই পরিকল্পনা বাস্তবায়িত হল না, তার কারণ টপ অর্ডারের তেমন রান তুলতে পারেনি।‘