Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কলকাতায় কেষ্ট, সোশ্যাল মাধ্যমের প্রোফাইল ছবি বদলাল তৃণমূলWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরভারতীয় নভোচর শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবনবাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেন
Vaibhav Suryavanshi

IPL 2025: করমর্দন নয়, ধোনির পা ছুঁয়েই কেরিয়ারের প্রথম আইপিএল মরশুম শেষ করল বৈভব

ম্যাচ শেষে যখন উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে দেখা করছিলেন, তখনই ভারতকে দু’টি বিশ্বকাপ (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওডিআই) জেতানো অধিনায়ক মাহির পা ছুঁয়ে প্রণাম করতে যায় বৈভব। তবে, পা ছোঁয়ার আগেই ধোনি তাকে থামিয়ে দেন।

IPL 2025: করমর্দন নয়, ধোনির পা ছুঁয়েই কেরিয়ারের প্রথম আইপিএল মরশুম শেষ করল বৈভব

ধোনি ও বৈভব

শেষ আপডেট: 21 May 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) যেদিন ওয়াংখেড়েতে একদিনের বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাসে মেতেছিলেন সেদিন বিহারের একটি শিশুর বয়স ছিল মাত্র কয়েকদিন। ২০১১ সালের সেই দিনের পর থেকে ভারত মহাসাগর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সেই শিশু আজ ১৪ বছরের কিশোর। কিন্তু কৈশোরেই বাইশ গজের দুনিয়ায় যা তাণ্ডবলীলা চালাচ্ছে তা দেখে হতভম্ব গোটা ক্রিকেটাবিশ্ব।

সেদিনের শিশু বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবার আইপিএল মাতিয়েছে। মঙ্গলবার রাতে ধোনি উইকেটের পিছনে থেকে দেখলেন এক কিশোরের দৃপ্ত পদচারণা।

 

প্রাচীন অরণ্যের প্রবাদ, অধিনায়ক ধোনির মস্তিষ্ক হিমশীতল। কোনও পরিস্থিতিতেই উত্তপ্ত হয় না। সেই ধোনিই কিন্তু বৈভবকে আউট করার কোনও রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। যথেষ্ট চিন্তিত দেখাচ্ছিল তাঁকে। বৈভব চেন্নাইয়ের বিরুদ্ধে চার-ছক্কাই শুধু হাঁকায়নি, যথেষ্ট পরিণত বোধ দেখিয়ে দৌড়ে রানও নিয়েছে। বলতে গেলে মঙ্গলবার রাজস্থানের জয়ের ভিত গড়ে দিয়েছে বৈভবই।  

ম্যাচ শেষে দেখা গেল রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী মহেন্দ্র সিং ধোনির সঙ্গে করমর্দন না করে পা ছুঁয়ে (Touches Dhoni’s Feet) আশীর্বাদ নিচ্ছে। এটি ছিল রাজস্থানের এই মরশুমের শেষ ম্যাচ এবং ১৪ বছর বয়সি বৈভব এই ম্যাচেও নিজের ছাপ রেখে যেতে সফল হয়েছে। 

ম্যাচ শেষে যখন উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে দেখা করছিলেনতখনই ভারতকে দুটি বিশ্বকাপ (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওডিআই) জেতানো অধিনায়ক মাহির পা ছুঁয়ে প্রণাম করতে যায় বৈভব। তবেপা ছোঁয়ার আগেই ধোনি তাকে থামিয়ে দেন। পাশাপাশি ধোনি পরামর্শও দিয়েছেন বৈভবকে। প্রত্যাশা বেড়ে গেলে অতিরিক্ত চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বৈভব আইপিএলে খেলা সবচেয়ে কম বয়সি খেলোয়াড়। রাজস্থান মেগা নিলামে বৈভবকে কিনেছিল। প্রথম মরশুমেই সে তারকা বনে গিয়েছে। বৈভব এই মরশুমে সাতটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল। ২০৬.৫৬ স্ট্রাইক রেট এবং ৩৬ গড়ে ২৫২ রান করে সে।  


ভিডিও স্টোরি