আইপিএলের (IPL 2025) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। প্লে অফ (Play Off0 নিশ্চিত হয়ে গিয়েছে তিনটি দলের। বাকি একটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে তিনটি দল।
অরেঞ্জ ক্যাপ লিস্টের শীর্ষে সাই সুদর্শন
শেষ আপডেট: 19 May 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2025) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। প্লে অফ (Play Off0 নিশ্চিত হয়ে গিয়েছে তিনটি দলের। বাকি একটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে তিনটি দল।
রবিবারের দু’টি ম্যাচের পর আইপিএল ২০২৫-এ তিনটি দলের প্লে অফের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। গুজরাত টাইটানস (GT), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন চতুর্থ স্থানের জন্য তিনটি দলের মধ্যে প্রতিযোগিতা চলছে।
প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চারটি দল। চতুর্থ স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি দলের মধ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), দিল্লি ক্যাপিটালস (DC) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG)। আজ লখনউয়ের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। নিজামদের শহরের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও টিকে থাকার জন্য নবাবদের শহরকে আজ জিততেই হবে। আজ হার মানেই ঋষভ পন্থদের বিদায় নিশ্চিত।
হায়দরাবাদ ছাড়াও প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার বিরুদ্ধে আরসিবির ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে। এর ফলে, ১২ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ১৭। এরপর, রবিবার গুজরাট দিল্লিকে এবং পাঞ্জাব রাজস্থানকে হারিয়ে দু’টি করে পয়েন্ট পেয়েছে। এর ফলে গুজরাটের ১২ ম্যাচে ১৮ পয়েন্ট এবং পাঞ্জাবের ১২ ম্যাচে ১৭ পয়েন্ট হয়েছে। এই তিনটি দলের এখনও দু’টি ম্যাচ বাকি আছে।
এমন পরিস্থিতিতে, এই দলগুলি ২০ পয়েন্টের গণ্ডিও অতিক্রম করতে পারে। অন্যান্য দলগুলির মধ্যে, শুধুমাত্র মুম্বই ১৭ পয়েন্ট অতিক্রম করতে পারে। দিল্লি সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছতে পারে। একই সময়ে, লখনউ সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে।
গত ছয় মরশুমে পঞ্চমবারের মতো বেঙ্গালুরু প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। একই সময়ে, গত চার মরশুমে তৃতীয়বারের মতো গুজরাত প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে, পাঞ্জাব ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটি সামগ্রিকভাবে তৃতীয়বারের মতো প্লে অফে পৌঁছেছে।
শ্রেয়স আইয়ার হলেন আইপিএলে একমাত্র অধিনায়ক যিনি তিনটি দলকে প্লে অফে নিয়ে গিয়েছেন। পাঞ্জাবের আগে তিনি দিল্লিকে (২০১৯, ২০২০) এবং ২০২৪ সালে কলকাতাকে অধিনায়ক হিসাবে প্লে অফে তুলেছিলেন।
মুম্বই কীভাবে যোগ্যতা অর্জন করতে পারে?
মুম্বইয়ের বাকি রয়েছে আরও দু’টি ম্যাচ। ২১ মে মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস এবং ২৬ মে জয়পুরে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। এই দু’টি ম্যাচে জয় পেলেই মুম্বই প্লে অফে চলে যাবে। এমনকি দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের জয়ও তাদের প্লে-অফে নিয়ে যেতে পারে। যদি মুম্বই দিল্লিকে হারায় তাহলে তাদের ১৬ পয়েন্ট হবে। তবে, তার আগে লখনউকে আজ (১৯ মে) হায়দরাবাদের কাছে হারতে হবে। এতে কেবল লখনউ-ই বাদ পড়বে না, মুম্বইয়ের অর্ধেক পথও পরিষ্কার হয়ে যাবে। তারপর দিল্লির বিরুদ্ধে জয় পেলে প্লে অফে তাদের জায়গা নিশ্চিত হবে। এরপর হার্দিকরা যদি পাঞ্জাবের কাছে হেরেও যায়, তবুও তাদের প্লে অফ আটকাবে না। পাশাপাশি লখনউ যদি তাদের তিনটি ম্যাচই জিততে পারে, তাহলে মুম্বইকে দুটি ম্যাচই জিততে হবে।
দিল্লির বিপক্ষে পরাজয় মুম্বইয়ের সমীকরণ নষ্ট করতে পারে। সেক্ষেত্রে তাদের পাঞ্জাবকে হারাতেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে দিল্লি এবং লখনউয়ের বাকি ম্যাচগুলির উপরও।
দিল্লি কীভাবে যোগ্যতা অর্জন করতে পারে?
দিল্লি এই মরশুমে তাদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছিল। দলটি টানা চারটি ম্যাচ জিতেছিল। তারা বেশিরভাগ সময়ই শীর্ষ পাঁচে ছিল। তবে, শেষ আট ম্যাচের মধ্যে পাঁচটিতে পরাজয়ের কারণে তারা শীর্ষ চার থেকে ছিটকে পড়েছে। দিল্লি শিবির পরবর্তী ম্যাচগুলির জন্য আর মিচেল স্টার্ককে পাবে না। এটা তাদের জন্য অসুবিধার কারণ হতে পারে।
প্লে অফে যোগ্যতা অর্জনের জন্য দিল্লিকে যেকোনও মূল্যে তাদের বাকি দু’টি ম্যাচই জিততে হবে। একটি পরাজয় তাদের যাত্রা শেষ করে দিতে পারে। দিল্লি ২১ মে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের এবং ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।
লখনউ কীভাবে যোগ্যতা অর্জন করতে পারে?
লখনউয়ের জন্য একমাত্র বিকল্প হল তাদের সমস্ত ম্যাচ জেতা। তা সত্ত্বেও, তাদের অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। তিনটি ম্যাচই জিতলে তাদের সর্বোচ্চ ১৬ পয়েন্ট হবে। তাতেও অবশ্য লখনউয়ের প্লে অফ নিশ্চিত হবে না। তাদের তাকিয়ে থাকতে হবে মুম্বইয় ও দিল্লির দিকে। বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দু’টি ম্যাচেই হারতে হবে, এবং দিল্লিকেও কমপক্ষে একটি ম্যাচ হারতে হবে। আর তা হলেই লখনউ ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে। মুম্বইয়ের একটি মাত্র জয়ও লখনউকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ লখনউয়ের নেট রান রেট খুবই কম এবং নেট রান রেটের দিক থেকে শীর্ষে রয়েছে মুম্বই।
অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে প্রথম পাঁচ:
১) সাই সুদর্শন (৬১৭ রান)
২) শুভমান গিল (৬০১ রান)
৩) যশস্বী জয়সওয়াল (৫২৩ রান)
৪) সূর্যকুমার যাদব (৫১০ রান)
৫) বিরাট কোহলি (৫০৫ রান)
পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে প্রথম পাঁচ:
১) প্রসিধ কৃষ্ণ (২১ উইকেট)
২) নূর আহমেদ (২০ উইকেট)
৩) জশ হ্যাজেলউড (১৮ উইকেট)
৪) ট্রেন্ট বোল্ট (১৮ উইকেট)
৫) বরুণ চক্রবর্তী (১৭ উইকেট)