আইপিএল ২০২৫-এর আগে, রোহিত শর্মা-সহ অনেক ক্রিকেটার একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে উপস্থিত হয়েছিলেন। সেই বিজ্ঞাপনে, রোহিত মজা করে বলেছিলেন, তিনি ভাগ্যবান বিজয়ীদের একজনকে নিজের ল্যাম্বরগিনি উরুস উপহার দেবেন।
প্রিয় ল্যাম্বরগিনি উরুসের সঙ্গে রোহিত
শেষ আপডেট: 20 May 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রায়শই দেখা যেত তাঁর নীল (Blue) রংয়ের ল্যাম্বরগিনি উরুস (Lamborghini Urus) নিয়ে চালকের আসনে বসে মুম্বইয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই গাড়িটি ছিল তাঁর অত্যন্ত পছন্দের। স্টাইলিশ বিলাসবহুল গাড়িটি দীর্ঘদিন ধরেই রোহিতের সঙ্গী। গাড়িটির নম্বরেও বিশেষত্ব রয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষে রয়েছে ‘২৬৪’ (264)। এই নম্বরটি একদিনের আন্তর্জাতিকে তাঁর বিশ্ব রেকর্ড ২৬৪ রানের ইনিংসের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
এবার নিজের অতি পছন্দের এই গাড়ি হিটম্যান উপহার দিলেন এক ফ্যানকে। রোহিতের কাছ থেকে স্মরণীয় উপহারটি (Memorable Gift) পাওয়া ভাগ্যবান হলেন ফ্যান্টাসি ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ীদের একজন (Fantasy Cricket Winner)।
আইপিএল ২০২৫-এর (IPL 2025) আগে, রোহিত শর্মা-সহ অনেক ক্রিকেটার একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে উপস্থিত হয়েছিলেন। সেই বিজ্ঞাপনে, রোহিত মজা করে বলেছিলেন, তিনি ভাগ্যবান বিজয়ীদের একজনকে নিজের ল্যাম্বরগিনি উরুস উপহার দেবেন। যদিও সে সময় সকলে ভেবেছিলেন, অনলাইন গেমিং সংস্থাটিই হয়তো বিজয়ীকে উপহার হিসাবে ল্যাম্বরগিনি উরুস দেবে। সেই গাড়িটির রং হতে পারে রোহিতের গাড়িটির মতোই নীল। কিন্তু গাড়ির নম্বর প্লেট দেখেই বোঝা গিয়েছে, গাড়িটি রোহিতেরই।
— R✨ (@264__ro) May 19, 2025
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রোহিত গাড়ির চাবি ভক্তের হাতে তুলে দিচ্ছেন, আর পিছনে রয়েছে বিলাসবহুল এসইউভিটি। ভারতে ল্যাম্বরগিনি উরুসের দাম প্রায় ৪ কোটি টাকা।