বেঙ্গালুরুতে রয়েছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই গার্ডেন সিটিতে লাগাতার বৃষ্টি চলছে। নাজেহাল সেখানকার মানুষ। সারাদিন ধরে আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টির দাপট থাকবে দক্ষিণের এই মহানগরে।
আরসিবি বনাম কেকেআর
শেষ আপডেট: 17 May 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে সাময়িক স্থগিত হয়েছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। সেই সময় বলতে গেলে বিজনেস এন্ডে ছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগ। প্লে অফে ওঠার জন্য তুল্যমূল্য লড়াই চলছিল দলগুলির মধ্যে। এখন পরিস্থিতি স্বাভাবিক। আজ থেকে ফের শুরু হচ্ছে আইপিএল।
দ্বিতীয় পর্যায়ের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামীতে (Chinnaswami Stadium) হবে এই ম্যাচ। বেঙ্গালুরু এবার দুরন্ত ফর্মে রয়েছে। তারা বলতে গেলে প্লে অফে (Play Off) উঠেই গিয়েছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। আজ নাইটদের হারালে তারা চলে যাবে প্লে অফে।
এদিকে নাইটরা এখনও প্লে অফের দৌড়ে থাকলেও, তা আসলে খাতায়-কলমে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা নাইটরা বাকি ম্যাচ জিতলেও প্লে অফ নিশ্চিত হবে না। তখন তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের উপর।
আইপিএল ৯ দিন বন্ধ থাকার পর আজ ম্যাচ হবে কি না, সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ বেঙ্গালুরুতে রয়েছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই গার্ডেন সিটিতে লাগাতার বৃষ্টি চলছে। নাজেহাল সেখানকার মানুষ। সারাদিন ধরে আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টির দাপট থাকবে দক্ষিণের এই মহানগরে। তাই শনি ও বরুণ দেবতার কোপে পড়ে আজ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল।
আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) বলছে, শনিবার সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার তো অতিবৃষ্টিতে কার্যত সুইমিং পুল হয়ে গিয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৭১ শতাংশ, রাত ৮টায় ৬৯ শতাংশ। রাত এগারোটায় অবশ্য বৃষ্টির সম্ভাবনা কমে দাঁড়াবে ৩৪ শতাংশ। তবে চিন্নাস্বামীর নিকাশি ব্যবস্থা ভাল। বৃষ্টি একেবারে ভাসিয়ে না দিলে, ম্যাচ শুরু করা যাবে।
ম্যাচ বাতিল হলে বিরাট কোহলিদের খুব একটা অসুবিধা হবে না। তবে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যাবে কেকেআরের। এই ম্যাচ জিতলে তবুও স্বপ্ন ভেসে থাকত।
নাইটরা আজকের ম্যাচে পাবে না রভম্যান পাওয়েল ও মঈন আলিকে। তবে বেঙ্গালুরুর বিদেশি ব্রিগেডকে নিয়ে চিন্তার কিছু নেই। ফিল সল্ট, টিম ডেভিড, রোমারিও শেফার্ডরা প্রত্যেকেই ফিরে এসেছেন। চোট সারিয়ে অধিনায়ক রজত পাতিদারও ফিট হয়ে গিয়েছেন। ফলে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা নেই।
তবে এই ম্যাচের সব থেকে বড় আকর্ষণ বিরাট কোহলি। টেস্ট অবসর ঘোষণার পর আজই তিনি প্রথম বাইশ গজে নামবেন। জানা গিয়েছে, এদিন বিরাটকে সম্মান জানাতে চিন্নাস্বামী স্টেডিয়াম সাদা হয়ে উঠবে। আরসিবি সমর্থকরা আজ আসবেন টেস্টের সাদা জার্সি পড়ে। দেদার বিক্রি হচ্ছে সেই জার্সি।
বেঙ্গালুরুর পিচ বরাবর ব্যাটারদের সাহায্য করে এসেছে। এবার অবশ্য কিছুটা বাউন্সও চোখে পড়েছে। সাহায্য পাচ্ছেন স্পিনারও। তবে ধারাবাহিক বৃষ্টির ফলে পিচের চরিত্র কীরকম হবে, সেই নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের মধ্যে পরিসংখ্যান
মোট ম্যাচ: ১৩টি
বেঙ্গালুরু জিতেছে: ৪
কলকাতা জিতেছে: ৯