Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Virat Kohli

IPL 2025: দরকার মাত্র ৬৭ রান, তাহলেই ‘কিং সাইজ’ রেকর্ড বিরাটের

আইপিএল ফ্র্যাঞ্চাইজির (IPL Franchise) হয়ে বিশ্বের প্রথম ব্যাটার (First Batter in the World) হিসাবে ৯০০০ রান (9000 runs) করার ক্ষেত্রে তিনি মাত্র ৬৭ রান দূরে।

IPL 2025: দরকার মাত্র ৬৭ রান, তাহলেই ‘কিং সাইজ’ রেকর্ড বিরাটের

বিরাট কোহলি

শেষ আপডেট: 17 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) ক্যাবিনেটে যা আছে, বিশ্বের আর কোনও ক্রিকেটারেই হয়তো নেই। নতুন নতুন রেকর্ড (New Record) গড়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে সেই কবে থেকেই। আরও একটি রেকর্ডের মুখে কিং কোহলি। আর মাত্র ৬৭ রান (67 Runs) করলেই আরও একটি রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

সাময়িক স্থগিত থাকার পর আজ ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি ও কেকেআর। এই ম্যাচে সকলের নজর থাকবে বিরাট কোহলির উপর। রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে। আর এদিন জিতলেই আরসিবি প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে। যদিও বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি হওয়ায় ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটি বিরাটের প্রথম মাঠের উপস্থিতি। প্রচুর ব্যাটিং রেকর্ডের মালিক বিরাট আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির (IPL Franchise) হয়ে বিশ্বের প্রথম ব্যাটার (First Batter in the World) হিসাবে ৯০০০ রান (9000 runs) করার ক্ষেত্রে তিনি মাত্র ৬৭ রান দূরে।

বিরাট আইপিএলে করেছেন ৮৫০৯ রান এবং চ্যাম্পিয়ন্স লিগে ৪২৪ রান। আইপিএলে অভিষেকের পর থেকেই তিনি আরসিবির অংশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সমস্ত রানই এসেছে বেঙ্গালুরুর জার্সিতে।

২০০৮ সালে আরসিবির হয়ে আইপিএল অভিষেক হয় বিরাটের। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি প্রতি আইপিএল মরশুমে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০০৯ সালে তাঁর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়। ২০১১ সালে টুর্নামেন্টে তার শেষ ম্যাচটি খেলেন। 

বিরাট আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ দশেও নেই। ৮৪২ রান নিয়ে সুরেশ রায়না রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। তার পরেই আছেন কারন পোলার্ড ৬৪৯ রান করে। তিনি মুম্বই ইন্ডিয়ান্স এবং ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলেছেন।


ভিডিও স্টোরি