Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Daniel Vettori-Mohammed Shami

IPL 2025: ওটা ওর মরশুম ছিল না, শামিকে নিয়ে মন্তব্য হায়দরাবাদের কোচ ভেট্টোরির

গুজরাত টাইটান্সের হয়ে শেষবার যখন শামি খেলেছিল তখন সে পার্পল ক্যাপ জয়ী ছিল, তাই আমার মনে হয় তার জন্য চ্যালেঞ্জ হল পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখা। আমার মনে হয় এবার সে তার সেরা ফর্মে ছিল না যেমনটি আমরা অতীতে দেখেছি।

IPL 2025: ওটা ওর মরশুম ছিল না, শামিকে নিয়ে মন্তব্য হায়দরাবাদের কোচ ভেট্টোরির

ড্যানিয়েল ভেট্টোরি

শেষ আপডেট: 26 May 2025 09:31

দ্য ওয়াল ব্যুরো: জয় দিয়েই আইপিএল ২০২৫ (IPL 2025) শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। গতবারের রানার্সরা এবার ১৪টি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে এবং সাতটিতে হেরেছে। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। 

এই মরশুমে সানরাইজার্স একজন ভাল বোলারের অভাব অনুভব করেছে। মহম্মদ শামি (Mohammed Shami) দলে ছিলেন, কিন্তু তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। ফলে বেশ কিছু ম্যাচে প্রথম একাদশে স্থান হয়নি তাঁর। আইপিএল ২০২৫-এ শামি নয় ইনিংসে নিয়েছেন ছয় উইকেটইকোনমি রেট ১১.২৩।

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডেও স্থান হয়নি বাংলার এই পেসারের। নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর জানিয়েছেন, ফের চোট পেয়েছেন শামি। তবে হায়দরাবাদের কোচ (Hyderabad Coach) ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)  শামি চোটের প্রসঙ্গ অবশ্য উল্লেখ করেননি। প্রাক্তন এই কিউয়ি অধিনায়ক বরং এই স্পিডস্টারের পাশে দাঁড়িয়ে বলেছেন, অনেক দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি শামি। তাই মানিয়ে নিতে একটু তো সময় লাগবেই

রবিবার, সানরাইজার্স কলকাতা নাইট রাইডার্সকে ১১০ রানে হারিয়েছে। এই ম্যাচেও শামি ছিলেন না। শামির পক্ষে কথা বলতে গিয়ে ভেট্টোরি বলেনগুজরা টাইটান্সের হয়ে শেষবার যখন শামি খেলেছিল তখন সে পার্পল ক্যাপ জয়ী ছিল, তাই আমার মনে হয় তার জন্য চ্যালেঞ্জ হল পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখা। আমার মনে হয় এবার সে তার সেরা ফর্মে ছিল না যেমনটি আমরা অতীতে দেখেছি।

ভেট্টোরি সেই সঙ্গে বলেনআমি জানি শামি কঠোর পরিশ্রম করেছে এবং সে ভাল পারফর্ম করার জন্য মরিয়া ছিল। কিন্তু এই মরশুমটি তার ছিল না। তবেআগামী মরশুমে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

শামির সম্পর্কে বলার পাশাপাশি ভেট্টোরি বাঁহাতি স্পিনার হর্ষ দুবেরও (Harsh Dube) প্রশংসা করেছেন। দুবে চূড়ান্ত পর্বে একাদশে অন্তর্ভুক্ত হওয়ার পর যথেষ্ট নজর কেড়েছেন। হর্য তিন ম্যাচে ১৯.৬০ গড়ে পাঁচ উইকেট নিয়েছে, যার মধ্যে নাইট রাইডার্সের বিপক্ষে ৩৪ রানে তিন উইকেট তার সেরা পারফরম্যান্স। 

ভেট্টোরি বলেনদলের সঙ্গে যোগদানের পর থেকে হর্ষ যা করেছে তাতে আমরা খুবই খুশি। সে খুব বুদ্ধিমান বোলার এবং পরিস্থিতি ভালভাবে বোঝে। সে বোলিং করতে জানে। তার জন্য সবচেয়ে ভাল দিক হল, এখন থেকে পরবর্তী আইপিএল পর্যন্ত সে প্রচুর ক্রিকেট খেলবে। ভারত এ দলের জন্য হোক বা তার ঘরোয়া দলের জন্য, তার সামনে অনেক সুযোগ আসবে। তাই আমরা বিশ্বাস করি যে সে একজন বোলার এবং ব্যাটার হিসাবেও উন্নতি করতে পারে। হর্ষ টুর্নামেন্টে ইনজুরি নিয়ে এসেছিল। এই কারণেই ও প্রথমদিকের ম্যাচগুলি খেলতে পারেনি। তবে টুর্নামেন্টের বিরতির ঠিক আগে ও ফিট হয়ে ওঠে। তাই আমরা ধারণা করেছিলাম, সে সম্ভবত শেষ পাঁচ থেকে ছয় ম্যাচে বল করবে এবং তাই হয়েছে।

এবারের আইপিএলে একদমই ফর্মে ছিলেন না নীতিশ রেড্ডিও (Nitish Reddy)। তাঁকে নিয়েও নিজের মতামত জানিয়েছেন হায়দরাবাদ কোচ। ভেট্টোরি বলেনএটা সবসময়ই কঠিন। চার বা পাঁচ নম্বরে খেলা আইপিএলের সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। আমরা জানি যে, নিতীশ পেস এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে শেষের দিকে সুবিধা নিতে পারে এবং তাই আমি মনে করি এটি এমন একটি সেশন যা তার জন্য কিছুটা শেখার মতো হতে চলেছে।


ভিডিও স্টোরি