ভারত পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan conflict) আবহে আইপিএলকে (IPl 2025) স্থগিত করার সাময়িক সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছিল এক সপ্তাহ স্থগিত থাকবে আইপিএল।
আইপিএল ফাইনাল।
শেষ আপডেট: 12 May 2025 23:19
দ্য ওয়াল ব্যুরো: ভারত পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan conflict) আবহে আইপিএলকে (IPl 2025) স্থগিত করার সাময়িক সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছিল এক সপ্তাহ স্থগিত থাকবে আইপিএল।
এরপর থেকে আলোচনা চলছিল, আইপিএল ফের কবে শুরু হবে। ইতিমধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে দুই দেশই। এই আবহে সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে আগামী শনিবার (Next Saturday) থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ২০২৫।
তবে ক্রীড়া সূচির কিছু পরিবর্তন আনা হয়েছে। ফাইনাল (Final) পিছিয়ে ৩ জুন (3rd June) করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব নির্ধারিত সূচির থেকে ভেন্যুরও কিছু পরিবর্তন করা হয়েছে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ৬টি শহরে হবে লিগ পর্বের বাকি ম্যাচ। যা হল বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আহমেদাবাদ। তবে প্লে-অফস ও ফাইনালের ভেন্যু এখনও জানানো হয়নি।
পরবর্তী ম্যাচগুলির ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে শহরগুলির অবস্থান। হিমাচল প্রদেশের ধরমশালা ও পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামকে কোনও ম্যাচ দেওয়া হয়নি। আগে শোনা গিয়েছিল কলকাতায় কিছু ম্যাচ দেওয়া হতে পারে। পূর্ব সূচি অনুযায়ী কলকাতায় ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু তা আর এখন হচ্ছে না।
এদিকে সামনেই রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পরে ভারতীয় দল নির্বাচন করা এখন বিসিসিআই নির্বাচকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আইপিএল শেষ না হলে দল নির্বাচন করে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডে পাঠানো কঠিন বিষয় হয়ে উঠতে পারে।