স্বস্তির আবহ পাঞ্জাব সুপার কিংস (Punjab Super Kings) শিবিরে। ফিরছেন দলের অন্যতম দুই অস্ট্রেলিয়ান তারকা সিম-বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) এবং উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস (Josh Inglis)।
মার্কাস স্টোইনিস ও জশ ইংলিস
শেষ আপডেট: 15 May 2025 09:36
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ স্থগিত থাকার পর ফের শনিবার (17 May) থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। এখনও বাকি রয়েছে ১৭টি ম্যাচ।
এদিকে সাময়িক স্থগিত থাকায় বিদেশি ক্রিকেটারদের (Foreign Cricketer) নিয়ে সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বিসিসিআইয়ের (BCCI) স্থগিতাদেশের সিদ্ধান্তের পর দেশে ফিরে গিয়েছিলেন বেশ কিছু বিদেশি ক্রিকেটার। তাঁদের অনেকেই আর ফিরতে চাইছেন না। পাশাপাশি সামনেই রয়েছে ডব্লিউটিসি ফাইনাল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে সেই ফাইনালে। ফলে এই দুই দেশের বেশ কিছু ক্রিকেটার, যাঁরা জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাঁদেরও আর বাকি আইপিএলে দেখা যাবে না। এই পরিস্থিতিতে নতুন বিদেশি রিক্রুটের ক্ষেত্রেও নিয়মে বড় রদবদল এনেছে বিসিসিআই।
এর মধ্যে অবশ্য স্বস্তির আবহ পাঞ্জাব সুপার কিংস (Punjab Super Kings) শিবিরে। ফিরছেন দলের অন্যতম দুই অস্ট্রেলিয়ান তারকা সিম-বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) এবং উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস (Josh Inglis)। এই দুই ক্রিকেটারই ২৪ মে জয়পুরে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ম্যাচের আগে পাঞ্জাব শিবিরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে আইএএনএস-এর সূত্র।
সেই সঙ্গে আইএএনএস সূত্রে আরও জানা গিয়েছে, এখন পর্যন্ত, মার্কো জ্যানসেন (Marco Jansen), জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett), আজমতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) এবং মিচেল ওয়েন (Mitchell Owen) পিবিকেএসকে নিশ্চিত (Confirm) করেছেন যে, তাঁরা ১৭ মে থেকে শুরু হওয়া আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচ খেলবেন।
নাম না প্রকাশ করার শর্তে পাঞ্জাব শিবিরের এক কর্তা আইএএনএসকে (IANS) জানিয়েছেন, “জ্যানসেন, বার্টলেট, ওমরজাই এবং ওয়েন আগামীকাল (শুক্রবার) জয়পুরে পিবিকেএস ক্যাম্পে যোগদান করতে পারেন। স্টোইনিস এবং ইংলিসকে সম্ভবত প্রথম ম্যাচে পাওয়া যাবে না। তাঁরা দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ থেকে যোগদান করবেন। তবে অ্যারন হার্ডি আসবেন কি না সে সম্পর্কে আমরা এখনও জানি না।”
১১ জুন থেকে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। এই ফাইনালের জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার দলে ইংলিশ এবং জ্যানসেনকে রাখা হয়েছে। আইপিএল ২০২৫-এ পিবিকেএস-এর জন্য এই দুই ক্রিকেটার কতদিনের জন্য উপলব্ধ থাকবেন তা অবশ্য এখনও জানা যায়নি।
সংশোধিত সময়সূচী অনুসারে, পিবিকেএস তাদের বাকি তিনটি লিগের ম্যাচ খেলবে যথাক্রমে ১৮, ২৪ এবং ২৬ মে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (RR), ডিসি (DC) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।