টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে।
মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 17 May 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে লিগের ১৮তম আসর মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। নয় দিনের বিরতির পর শনিবার আরসিব-কেকেআর ম্যাচ দিয়ে আবার শুরু হচ্ছে আইপিএল।
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ইতিমধ্যে এবারের আইপিএল থেকে ছুটি হয়ে গিয়েছে। চলতি আইপিএলে সবার প্রথমে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে।
৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স এই মরশুমে একদমই ভাল ছিল না। এই মরশুমে এখন পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস মাত্র ৩টিতে জিতেছে। পাশাপাশি হেরেছে ৬টিতে। এখনও তাদের ২টি ম্যাচ খেলতে হবে।
২০ মে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সিএসকে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর, ৫ মে, ধোনি ব্রিগেড গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড চোটের কারণে এই মরশুমে মাঠের বাইরে ছিলেন। এমন পরিস্থিতিতে আবারও মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, মাহির অধিনায়কত্বেও সিএসকের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫ শেষ হতে চলেছে। ভক্তদের মনে প্রশ্ন জাগছে যে, ধোনিকে পরবর্তী মরশুমে (Next Season) খেলতে দেখা যাবে কি না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে। ধোনি বলেছেন, তিনি কয়েক মাস পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে, পরবর্তী মরশুমে ধোনির অধিনায়ক থাকার সম্ভাবনা কম। কনুইয়ের চোট থেকে সেরে ওঠার পর রুতুরাজকেই সম্ভবত সিএসকে অধিনায়ক হিসাবে দেখা যাবে।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত, তিনি ২৭৬টি ম্যাচের ২৪১ ইনিংসে ৩৮.৪৬ গড়ে এবং ১৩৭.৬৩ স্ট্রাইক রেটে ৫৪২৩ রান করেছেন। এই সময়ের মধ্যে, ধোনি ২৪টি অর্ধশতক করেছেন। আইপিএলে তিনি ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২৫ সালের আইপিএলে মাহি এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে ধোনি ১৪০ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন।