Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পুণের সেতু বিপর্যয় যেন 'ম্যানমেড'! পরিকাঠামোগত অডিটের বালাই নেই, ভিড় নিয়ন্ত্রণেও গাফিলতি‘জাতীয় দল থেকে অবসর নাও, আইপিএল খেলো’, করুণ নায়ারকে পরামর্শ দেন দেশের নামকরা ক্রিকেটারপহলগাম নিয়ে লুকোচুরি কীসের? কেন্দ্রকে পঞ্চবাণ ‘মোদীর দূত’ অভিষেকেরভারতীয় হিসাবে নথিপত্র দেওয়ার পরও মুর্শিদাবাদের যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে বিএসএফএয়ার ইন্ডিয়া ক্র্যাশের পর থেকে নিখোঁজ পরিচালক! 'উনি মেঘানিনগরেই ছিলেন,' আশঙ্কা স্ত্রীরলখনউতে অবতরণের সময় বিমানে ধোঁয়া ও আগুন! পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন ২৫০ হজযাত্রী আম নিয়ে ফেরা হল না বাড়ি! দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে মালদহে জখম টোটোচালক সোমবার হাসিনার বিচার শুরু, সকাল থেকে প্রতিবাদে পথে আওয়ামী লিগটেক অফের ২ ঘণ্টা পর বিমানবন্দরে ফিরল হায়দরাবাদগামী বিমান, আতঙ্কে যাত্রী থেকে পরিজনরারাত হতেই ফের তেহরানে মিসাইল! এপর্যন্ত মৃত ২২৪, তালিকায় রয়েছেন গোয়েন্দা প্রধান কাজেমি
MS Dhoni

IPL 2025: ভক্তদের সুখবর দিলেন ধোনি, ২০২৬ আইপিএল নিয়ে এল বড় আপডেট

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে। 

IPL 2025: ভক্তদের সুখবর দিলেন ধোনি, ২০২৬ আইপিএল নিয়ে এল বড় আপডেট

মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 17 May 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে লিগের ১৮তম আসর মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। নয় দিনের বিরতির পর শনিবার আরসিব-কেকেআর ম্যাচ দিয়ে আবার শুরু হচ্ছে আইপিএল।

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ইতিমধ্যে এবারের আইপিএল থেকে ছুটি হয়ে গিয়েছে। চলতি আইপিএলে সবার প্রথমে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে।

 

৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স এই মরশুমে একদমই ভাল ছিল না। এই মরশুমে এখন পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস মাত্র ৩টিতে জিতেছে। পাশাপাশি হেরেছে ৬টিতে। এখনও তাদের ২টি ম্যাচ খেলতে হবে।

২০ মে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সিএসকে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর, ৫ মে, ধোনি ব্রিগেড গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়া চোটের কারণে এই মরশুমে মাঠের বাইরে ছিলেন। এমন পরিস্থিতিতে আবারও মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, মাহির অধিনায়কত্বেও সিএসকের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি।

আইপিএল ২০২৫ শেষ হতে চলেছে। ভক্তদের মনে প্রশ্ন জাগছে যে, ধোনিকে পরবর্তী মরশুমে (Next Season) খেলতে দেখা যাবে কি না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ধোনি ২০২৬ সালের আইপিএলও (2026 IPL) খেলবেন। ধোনির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে, এটিই তাঁর শেষ মরশুম হতে চলেছে। ধোনি বলেছেনতিনি কয়েক মাস পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

তবেপরবর্তী মরশুমে ধোনির অধিনায়ক থাকার সম্ভাবনা কম। কনুইয়ের চোট থেকে সেরে ওঠার পর রুতুরাজকেই সম্ভবত সিএসকে অধিনায়ক হিসাবে দেখা যাবে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত, তিনি ২৭৬টি ম্যাচের ২৪১ ইনিংসে ৩৮.৪৬ গড়ে এবং ১৩৭.৬৩ স্ট্রাইক রেটে ৫৪২৩ রান করেছেন। এই সময়ের মধ্যে, ধোনি ২৪টি অর্ধশতক করেছেন। আইপিএলে তিনি ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২৫ সালের আইপিএলে মাহি এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে ধোনি ১৪০ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন।


ভিডিও স্টোরি