আজ বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forcast)। ভারতীয় আবহাওয়া দফতর মুম্বইয়ে (Mumbai) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ম্যাচের দিন মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ এবং যদি এমনটি হয় তবে ম্যাচটি বাতিলও হতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস
শেষ আপডেট: 21 May 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI)। প্লে অফে (Play Off) ওঠার জন্য দুই দলের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। দিল্লি এদিন হারলেই বিদায় নিশ্চিত। তবে এদিন তাদের শুধু হার্দিক ব্রিগেডের বিরুদ্ধে নয়, লড়তে হবে বরুণদেবের সঙ্গেও।
জানা গিয়েছে, আজ বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forcast)। ভারতীয় আবহাওয়া দফতর মুম্বইয়ে (Mumbai) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ম্যাচের দিন মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ এবং যদি এমনটি হয় তবে ম্যাচটি বাতিলও হতে পারে।
তবে বৃষ্টির কথা মাথায় রেখে একদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিয়ম পরিবর্তন করে অতিরিক্ত এক ঘণ্টা যোগ করেছে। এর মানে হল বৃষ্টি হলে এখন আরও এক ঘণ্টা অপেক্ষা করা যাবে।
ইতিমধ্যে প্লে অফে উঠে গিয়েছে বেঙ্গালুরু, গুজরাত ও পাঞ্জাব। মুম্বই এবং দিল্লি দুই দলই প্লে অফের দৌড়ে রয়েছে। আজ যদি মুম্বই জিততে পারে তাহলে তারা চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠে যাবে। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে প্লে অফের সমীকরণ বদলে যাবে। মুম্বই বর্তমানে ১২টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে, আর দিল্লির একই সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্টে রয়েছে।
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। তখন মুম্বইয়ের পয়েন্ট হবে ১৫ এবং দিল্লির ১৪। এই পরিস্থিতিতে, দিল্লিকে যেকোনও মূল্যে তাদের শেষ ম্যাচটি জিততে হবে এবং প্রার্থনা করতে হবে, পাঞ্জাব কিংস যেন মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারে। এর ফলে, মুম্বই ১৫ পয়েন্টে থাকবে এবং দিল্লি ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছনো চতুর্থ দল হবে।
স্বস্তির বিষয় হল, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ এবং দিন যত এগোবে, আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এই পরিস্থিতিতে দেখতে হবে গ্রাউন্ডসম্যানরা কত দ্রুত মাঠ শুকাতে সক্ষম হচ্ছেন, যাতে মাঠ ম্যাচের জন্য প্রস্তুত হতে পারে। এদিকে, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালও বৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনা করে অন্য কোনও শহরে ম্যাচটি আয়োজনের আহ্বান জানিয়েছেন।
আইপিএলের নতুন নিয়ম:
আইপিএল মঙ্গলবার নতুন নিয়ম ঘোষণা করেছে, যার অধীনে ২০ মে থেকে শুরু হওয়া বাকি গ্রুপ পর্বের ম্যাচ এবং প্লে অফের জন্য অতিরিক্ত এক ঘণ্টা যোগ করা হবে। এর অর্থ হল এখন ম্যাচের কাটঅফ সময় হবে ১১:৫৬। আগে বৃষ্টি হলে, কাটঅফ সময় ছিল রাত ১০:৫৬। এখন পাঁচ ওভারের ম্যাচটি ১১:৫৬-এর মধ্যে শুরু করা যেতে পারে যাতে কোনওভাবে ম্যাচটি শেষ করা যায়।