Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
MI vs DC

IPL 2025: মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইয়ে আজ বরুণদেবের আশীর্বাদও প্রয়োজন দিল্লির

আজ বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forcast)। ভারতীয় আবহাওয়া দফতর মুম্বইয়ে (Mumbai) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ম্যাচের দিন মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ এবং যদি এমনটি হয় তবে ম্যাচটি বাতিলও হতে পারে। 

IPL 2025: মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইয়ে আজ বরুণদেবের আশীর্বাদও প্রয়োজন দিল্লির

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

শেষ আপডেট: 21 May 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI)। প্লে অফে (Play Off) ওঠার জন্য দুই দলের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। দিল্লি এদিন হারলেই বিদায় নিশ্চিত। তবে এদিন তাদের শুধু হার্দিক ব্রিগেডের বিরুদ্ধে নয়, লড়তে হবে বরুণদেবের সঙ্গেও।

জানা গিয়েছে, আজ বাণিজ্য নগরীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forcast)। ভারতীয় আবহাওয়া দফতর মুম্বইয়ে (Mumbai) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ম্যাচের দিন মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ এবং যদি এমনটি হয় তবে ম্যাচটি বাতিলও হতে পারে।

তবে বৃষ্টির কথা মাথায় রেখে একদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিয়ম পরিবর্তন করে অতিরিক্ত এক ঘণ্টা যোগ করেছে। এর মানে হল বৃষ্টি হলে এখন আরও এক ঘণ্টা অপেক্ষা করা যাবে। 

ইতিমধ্যে প্লে অফে উঠে গিয়েছে বেঙ্গালুরু, গুজরাত ও পাঞ্জাব। মুম্বই এবং দিল্লি দুই দলই প্লে অফের দৌড়ে রয়েছে। আজ যদি মুম্বই জিততে পারে তাহলে তারা চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠে যাবে। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে প্লে অফের সমীকরণ বদলে যাবে। মুম্বই বর্তমানে ১২টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে, আর দিল্লির একই সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে। 

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। তখন মুম্বইয়ের পয়েন্ট হবে ১৫ এবং দিল্লির ১৪। এই পরিস্থিতিতে, দিল্লিকে যেকোনও মূল্যে তাদের শেষ ম্যাচটি জিততে হবে এবং প্রার্থনা করতে হবে পাঞ্জাব কিংস যেন মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারে। এর ফলে, মুম্বই ১৫ পয়েন্টে থাকবে এবং দিল্লি ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছনো চতুর্থ দল হবে। 

স্বস্তির বিষয় হল, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ এবং দিন যত এগোবে, আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এই পরিস্থিতিতে দেখতে হবে গ্রাউন্ডসম্যানরা কত দ্রুত মাঠ শুকাতে সক্ষম হচ্ছেন, যাতে মাঠ ম্যাচের জন্য প্রস্তুত হতে পারে। এদিকে, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালও বৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনা করে অন্য কোনও শহরে ম্যাচটি আয়োজনের আহ্বান জানিয়েছেন। 

আইপিএলের নতুন নিয়ম:

আইপিএল মঙ্গলবার নতুন নিয়ম ঘোষণা করেছে, যার অধীনে ২০ মে থেকে শুরু হওয়া বাকি গ্রুপ পর্বের ম্যাচ এবং প্লে অফের জন্য অতিরিক্ত এক ঘণ্টা যোগ করা হবে। এর অর্থ হল এখন ম্যাচের কাটঅফ সময় হবে ১১:৫৬। আগে বৃষ্টি হলে, কাটঅফ সময় ছিল রাত ১০:৫৬। এখন পাঁচ ওভারের ম্যাচটি ১১:৫৬-এর মধ্যে শুরু করা যেতে পারে যাতে কোনওভাবে ম্যাচটি শেষ করা যায়।


ভিডিও স্টোরি