Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Srikkanth’s Scathing Attack on Dhoni

IPL 2025: ‘বারবার ফিরে এসে সবকিছু ঘেঁটে দেওয়া ঠিক নয়’, ধোনিকে চাঁচাছোলা আক্রমণ শ্রীকান্তের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কেরিয়ারেও সেই সময় উপস্থিত। অন্তত এমনটাই মনে করেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত ( Krishnamachari Srikkanth)। দাবি তুলেছেন, সামনের মরশুমে কোনওভাবেই মাহির মাঠে নামা উচিত নয়। 

IPL 2025: ‘বারবার ফিরে এসে সবকিছু ঘেঁটে দেওয়া ঠিক নয়’, ধোনিকে চাঁচাছোলা আক্রমণ শ্রীকান্তের

ধোনি ও শ্রীকান্ত

শেষ আপডেট: 22 May 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: ময়দানের চালু প্রবাদ—খেলা তোমায় ছেড়ে যাওয়ার আগে তোমার উচিত খেলাটাকে ছেড়ে দেওয়া।

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কেরিয়ারেও সেই সময় উপস্থিত। অন্তত এমনটাই মনে করেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত ( Krishnamachari Srikkanth)। দাবি তুলেছেন, সামনের মরশুমে কোনওভাবেই মাহির মাঠে নামা উচিত নয়। এবারই আইপিএলে (IPL 2025) এবং সেই সঙ্গে ক্রিকেটের মাঠেও সম্ভবত শেষবারের জন্য ধোনিকে খেলতে দেখলেন অনুরাগীরা। অনুমান শ্রীকান্তের।

চলতি বছর জুলাই মাসে ৪৩ পেরিয়ে ৪৪-এ পা দেবেন ধোনি। চলতি আইপিএলে নেমেছেন সাধারণ খেলোয়াড় হিসেবে। যদিও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য বাদ যাওয়ার পর নেতৃত্ব তুলে দেওয়া হয় এমএসডির হাতে।

যদিও তাতে ছবিটা বদলায়নি। টুর্নামেন্টে মাত্র তিনটি ম্যাচ জেতে চেন্নাই। হাতে বাকি একটি ম্যাচ। সেটা জিতলেও পরিস্থিতি বদলাবে না। লাস্ট বয় হিসেবেই সফর শেষ করবে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়ন এবার প্লে-অফ থেকে অনেক দূরে। আর দলের এই ব্যর্থতার নেপথ্যে অনেকে ব্যাট হাতে ধোনির ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক হিসেবে দল পরিচালনার ধরনকেও একহাত নিয়েছেন।

এই তালিকায় রয়েছেন শ্রীকান্ত। কেন ব্যর্থ হচ্ছেন মাহি? প্রশ্নের উত্তরে রাখঢাক না করেই ভারতের প্রাক্তন ক্রিকেটারের জবাব, ‘ধোনির বয়স হচ্ছে। ওর থেকে খুব বেশি আশা করাটা বোকামো। আবার উল্টো দিকে ধোনিরও বারবার ফিরে এসে সবকিছু ঘেঁটে দেওয়াটা ঠিক নয়। যদি তোমার আগের মতো ক্ষমতা, দক্ষতা না থাকে, তাহলে সেটা জানিয়ে দাও। তারপর বিদায় নাও। আর এই দায়িত্বটা একমাত্র ধোনিই নিতে পারে। ও কি এখনও খেলা চালিয়ে যাবে? চালিয়ে গেলে ভূমিকা কী হতে চলেছে? অধিনায়ক, উইকেটকিপার নাকি ফিনিশার?’

এরপর না থেমে শ্রীকান্ত জুড়ে দেন, ‘সত্যি বলতে ধোনির রিফ্লেক্স উধাও। ওর হাঁটু আর আগের মতো নেই। ফিটনেস, রিফ্লেক্স লেভেল কমে গিয়েছে। তার উপর দলের টপ অর্ডারও বারবার ব্যর্থ হচ্ছে।‘

যদিও শুধু শরীর নয়, ব্যাটিংশৈলীও যে আগের চাইতে মানে নেমেছে, মেনে নিয়েছেন শ্রীকান্ত। বলেছেন, ‘সিএসকের অসুবিধা হচ্ছে, ধোনি নিজের পুরনো খেলা খেলে যেতে পারছে না। স্পিনাররা ওকে নিশানা করছে। এক সময় এই স্পিনারদের বিরুদ্ধেই টানা ১০ বল স্ট্যান্ডে পাঠাত ধোনি। এখন সেই একই খেলোয়াড় ধুঁকছে।‘


ভিডিও স্টোরি