আসলে আমদাবাদে ফাইনাল নিয়ে যাওয়াই উদ্দেশ্য ছিল বিসিসিআইয়ের। ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে বুঝে গেল আবহাওয়া কেমন থাকবে? আর তারা যদি এতটাই আবহাওয়া বুঝত, তাহলে চলতি আইপিএলে কেন তিনটি ম্যাচ বন্ধ হল?
অরূপ বিশ্বাস
শেষ আপডেট: 22 May 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: “বিসিসিআই (BCCI) কবে থেকে আবার আবহাওয়াবিদ (Meteorologist) হয়ে গেল?” আইপিএলের ফাইনাল (IPL Final) ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে আহমেদাবাদের নেরন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সরে যাওয়ার পর এমনই প্রশ্ন ছুড়ে দিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal’s Sports Minister Arup Biswas)।
দিন দুয়েক আগে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, "আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে প্লে-অফের জন্য নতুন ভেন্যু নির্ধারণ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing Council)।" সেই অনুযায়ী ফাইনালের ভেন্যু পরিবর্তিত হয়ে কলকাতা থেকে সরে যায় আমদাবাদে।
আইপিএলের ফাইনালের দিন পরিবর্তিত হয়ে হয় ৩ জুন। আর আমেরিকার একটি বেসরকারি আবহাওয়া অ্যাপ জানিয়েছিল ৩ জুন কলকাতায় ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের সরকারি আবহাওয়া দফতর যদিও কোনও নির্দিষ্ট সতর্কতা দেয়নি। তাই বাংলার ক্রীড়ামন্ত্রী প্রশ্ন তুলেছেন, বিসিসিআই আবার কবে থেকে আবহাওয়াবিদ হয়ে গেল?
পূর্ব সূচি অনুয়ায়ী আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে আইপিএল সাময়িক স্থগিত হয়। এরপর নতুন সূচি ঘোষণা করে বিসিসিআই। সেখানে দেখা যায় কলকাতাকে বঞ্চিত করে ফাইনাল সরে গিয়েছে আমদাবাদে। পাশাপাশি একটি প্লে অফ ম্যাচও ইডেন থেকে সরিয়ে দিয়ে পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামে দেওয়া হয়।
নতুন সূচি ঘোষণার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুবই ভাল। তাই ফাইনাল কখনওই ইডেন গার্ডেন্স থেকে সরবে না। কিন্তু প্রাক্তন বোর্ড সভাপতির দাবি বাস্তবে পরিণত হয়নি। আর এই সব ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলার ক্রীড়ামন্ত্রী বলেন, “ইডেনে আইপিএলের ফাইনালের পাশাপাশি একটি প্লে-অফ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু অজানা কোনও কারণে সেই ফাইনাল সরানো হল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? কেনই বা বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে বঞ্চিত করা হল? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইডেন থেকে ম্যাচ সরেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে। এরপর বিসিসিআই আর আইপিএল গভর্নিং কমিটির বৈঠকের পর জানা যায়, আবহাওয়ার কারণে কলকাতা থেকে ম্যাচ সরে গিয়েছে।”
এখানেই থেমে থাকেননি অরূপ, বলেন, “ভারতের অন্যান্য স্টেডিয়ামের থেকে ইডেনের জল নিকাশি ব্যবস্থা অনেক ভাল। ২-৩ ঘণ্টা মুষলধারে টানা বৃষ্টি হলেও আধ ঘণ্টার মধ্যে মাঠের সমস্ত জল বের করার মতো টেকনোলজি রয়েছে ইডেনে। এত ভাল ড্রেনেজ সিস্টেম ভারতের আর কোনও স্টেডিয়ামে নেই। তা সত্ত্বেও এখান থেকে ম্যাচ সরানো হল। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
অরূপ বিশ্বাসের সংযোজন, “ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। আসলে আমদাবাদে ফাইনাল নিয়ে যাওয়াই উদ্দেশ্য ছিল বিসিসিআইয়ের। ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে বুঝে গেল আবহাওয়া কেমন থাকবে? আর তারা যদি এতটাই আবহাওয়া বুঝত, তাহলেচলতি আইপিএলে কেন তিনটি ম্যাচ বন্ধ হল?”
উল্লেখ্য আইপিএল ২০২৫-এ বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল তিনটি ম্যাচ- ২৬ এপ্রিল পাঞ্জাব-কলকাতা, ১৭ মে বেঙ্গালুরু-কলকাতা ও ২৫ মে হায়দরাবাদ-দিল্লি।