আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে মহিলা বিশ্বকাপ। প্রথম ম্যাচেবেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিযোগিতার ফাইনাল ২ নভেম্বর। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর।
ভারত-পাকিস্তান
শেষ আপডেট: 16 June 2025 08:41
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ প্রথমে হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আইসিসি সিদ্ধান্ত নেয় হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। সেই জন্য ভারতের ম্যাচ নিয়ে যাওয়া হয় আমিরশাহিতে। ভারত অবশ্য বহুদিন ধরেই পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলেনি। পাশাপাশ চ্যাম্পিয়নস সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসির কোনও টুর্নামেন্টে (ICC Tournament) ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match) হবে নিরপেক্ষ কোনও ভ্যেনুতে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ভারতের ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, পাকিস্তানের ক্রিকেট দল ভারতে আসবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরেই। তবে এ বছরের মে মাসে পাহেলগাম ঘটনার পর সংশয় দেখা দিয়েছিল, অন্য কোনও দেশেও কি এই দুই দল মুখোমুখি হবে?
তবে এদিন আইসিসি সূত্রে জানা গিয়েছে, সংশয়ের সেই মেঘ নাকি কেটে গিয়েছে। ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে (ICC Female ODi World Cup 2025) পরস্পরের বিরুদ্ধে খেলবে এই দুই পড়শি দেশ।
আগামী ৫ অক্টোবর ভারত ও পাকিস্তানের মহিলা দলের মধ্যে বিশ্বকাপের ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premdasa Stadium, Colombo)। এবারের বিশ্বকাপে খেলবে আটটি দল। আর পাকিস্তান সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের মূল আয়োজন ভারত হলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানের সঙ্গে খেলার জন্য শ্রীলঙ্কায় যাবে।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে মহিলা বিশ্বকাপ। প্রথম ম্যাচেবেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিযোগিতার ফাইনাল ২ নভেম্বর। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর।
সাম্প্রতিক আবহে পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। তাই ভারতের অনীহার কারণে গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে সফর নিয়ে একটি সমঝোতা হয়। আলোচনায় স্থির হয় ২০২৫–২৭ চক্রে ভারত ও পাকিস্তান যে চারটি আইসিসি টুর্নামেন্টের আয়োজক, তাতে এক দেশ আরেক দেশে খেলতে যাবে না। এই সমঝোতা অনুসরণ করে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত, ফাইনাল-সহ নিজেদের সব ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।