ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে ভারতের এক অন্যতম বড় কৃতিত্ব।
শেষ আপডেট: 6 July 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: এডজবাস্টনে অবশেষে ভারতের স্বপ্নপূরণ। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল গড়ে ফেলল ইতিহাস। এটি এডজবাস্টনে ভারতের প্রথম টেস্ট জয়, আর এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৮ বছর।
এডজবাস্টনে এর আগে ভারত মোট ৮টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ৭টিতেই হেরেছে, আর একটিতে ড্র হয়েছিল। ২০২৫-এর এই জয় সেই পরিসংখ্যান পালটে দিল। ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে ভারতের এক অন্যতম বড় কৃতিত্ব।
এবারের ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে শুভমন যেন নিজেকে উজাড় করে দিলেন। প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১ - মোট ৪৩০ রানের বিশাল সংগ্রহ করে তিনি দলকে নিয়ে গেলেন জয়ের চূড়ায়। তাঁর নেতৃত্বে ভারত যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রাস্তায় হাঁটবে, সেটি আগেই বোঝা গিয়েছিল। কিন্তু গিল ব্যক্তিগত ভাবে যেভাবে পারফর্ম করলেন, তা নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলির একটি হয়ে থাকবে।
শুধু শুভমন নন, দলের অন্যান্য সদস্যরাও ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে দুই ইনিংসেই কাবু করে ফেলে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের রানের চাপে।