Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Sanjay Bangar on Virat Kohli's Retirement

‘কিছু ছেড়ে যাওয়াকে আমাদের দেশে অনেক সময় সম্মান করা হয় না’, বিরাটের অবসরকে ‘মেনে নেওয়া’র আর্জি জানালেন বাঙ্গার

কেন লাল বলের ক্রিকেট—বিরাটের সবচাইতে পছন্দের ফর্ম্যাট—তাকে ওয়ান ডে-র আগে আলবিদা জানালেন? কেন ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরুর প্রাক্কালে একশো আশি ডিগ্রি ঘুরে অবসর নিতে হল? তাহলে কি নির্বাচকদের তরফেই বাদ দেওয়া হয়েছে, বিরাট নিজে সরে যাননি? এমন হাজারো জল্পনা আর তর্ক-বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।

‘কিছু ছেড়ে যাওয়াকে আমাদের দেশে অনেক সময় সম্মান করা হয় না’, বিরাটের অবসরকে ‘মেনে নেওয়া’র আর্জি জানালেন বাঙ্গার

বিরাট কোহলি ও সঞ্জয় বাঙ্গার

শেষ আপডেট: 18 May 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের গোড়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)। এই নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক আর প্রশ্ন জমতে শুরু করেছে। কেন লাল বলের ক্রিকেট—বিরাটের সবচাইতে পছন্দের ফর্ম্যাট—তাকে ওয়ান ডে-র আগে আলবিদা জানালেন? কেন ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরুর প্রাক্কালে একশো আশি ডিগ্রি ঘুরে অবসর নিতে হল? তাহলে কি নির্বাচকদের তরফেই বাদ দেওয়া হয়েছে, বিরাট নিজে সরে যাননি? এমন হাজারো জল্পনা আর তর্ক-বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।

প্রশ্ন আরও জটিল করে তুলেছেন রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো কেউ কেউ। যারা বিরাটকে অনেক দিন ধরে কাছ থেকে দেখেছেন, চিনেছেন। জানিয়েছেন, সমালোচকদের সমালোচনা সহ্য করতে করতে মানসিকভাবে নাকি শেষ হয়ে যান বিরাট (Virat Kohli)। তাই বিদায় জানানো ছাড়া অন্য উপায় ছিল না।

এই নিয়ে এবার মুখ খুলেছেন সঞ্জয় বাঙ্গারও। শাস্ত্রীর মতো তিনিও ব্যক্তি বিরাট কোহলির কাছের মানুষ। একটি আলোচনায় অবসর প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেন, ‘বিরাট ওঁর জমানার বড় খেলোয়াড়। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কারণ, এখনও বিরাটের মধ্যে টেস্ট ক্রিকেট বেঁচে রয়েছে। কিন্তু ও ততদিনে মনস্থির করে ফেলেছিল। সময় নিয়ে কোনও দ্বিধা ছিল না। একবার ঠিক করে ফেলায় সেখান থেকে ফিরে আসার রাস্তাটুকু হারিয়ে যায়।‘

যদিও বিরাটের অবসর যখন চূড়ান্ত, তখন সেই নিয়ে অনর্থক বিষাদযাপনের মানে নেই বলেই মনে করেন সঞ্জয়। তিনি বলেছেন, ‘ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আসলে এদেশে ছেড়ে যাওয়াকে সব সময় সমাদর করা হয় না। কিন্তু বিরাট সঠিক সময়ই বেছে নিয়েছে। ও এমন সময় সরে যাচ্ছে, যখন সবাই প্রশ্ন তুলছে: ‘এখনই কেন?’ আর এটাই একজন অসাধারণ খেলোয়াড়ের অভিজ্ঞান!’


ভিডিও স্টোরি