কেন লাল বলের ক্রিকেট—বিরাটের সবচাইতে পছন্দের ফর্ম্যাট—তাকে ওয়ান ডে-র আগে আলবিদা জানালেন? কেন ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরুর প্রাক্কালে একশো আশি ডিগ্রি ঘুরে অবসর নিতে হল? তাহলে কি নির্বাচকদের তরফেই বাদ দেওয়া হয়েছে, বিরাট নিজে সরে যাননি? এমন হাজারো জল্পনা আর তর্ক-বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
বিরাট কোহলি ও সঞ্জয় বাঙ্গার
শেষ আপডেট: 18 May 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের গোড়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)। এই নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক আর প্রশ্ন জমতে শুরু করেছে। কেন লাল বলের ক্রিকেট—বিরাটের সবচাইতে পছন্দের ফর্ম্যাট—তাকে ওয়ান ডে-র আগে আলবিদা জানালেন? কেন ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরুর প্রাক্কালে একশো আশি ডিগ্রি ঘুরে অবসর নিতে হল? তাহলে কি নির্বাচকদের তরফেই বাদ দেওয়া হয়েছে, বিরাট নিজে সরে যাননি? এমন হাজারো জল্পনা আর তর্ক-বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
প্রশ্ন আরও জটিল করে তুলেছেন রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো কেউ কেউ। যারা বিরাটকে অনেক দিন ধরে কাছ থেকে দেখেছেন, চিনেছেন। জানিয়েছেন, সমালোচকদের সমালোচনা সহ্য করতে করতে মানসিকভাবে নাকি শেষ হয়ে যান বিরাট (Virat Kohli)। তাই বিদায় জানানো ছাড়া অন্য উপায় ছিল না।
এই নিয়ে এবার মুখ খুলেছেন সঞ্জয় বাঙ্গারও। শাস্ত্রীর মতো তিনিও ব্যক্তি বিরাট কোহলির কাছের মানুষ। একটি আলোচনায় অবসর প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেন, ‘বিরাট ওঁর জমানার বড় খেলোয়াড়। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কারণ, এখনও বিরাটের মধ্যে টেস্ট ক্রিকেট বেঁচে রয়েছে। কিন্তু ও ততদিনে মনস্থির করে ফেলেছিল। সময় নিয়ে কোনও দ্বিধা ছিল না। একবার ঠিক করে ফেলায় সেখান থেকে ফিরে আসার রাস্তাটুকু হারিয়ে যায়।‘
যদিও বিরাটের অবসর যখন চূড়ান্ত, তখন সেই নিয়ে অনর্থক বিষাদযাপনের মানে নেই বলেই মনে করেন সঞ্জয়। তিনি বলেছেন, ‘ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আসলে এদেশে ছেড়ে যাওয়াকে সব সময় সমাদর করা হয় না। কিন্তু বিরাট সঠিক সময়ই বেছে নিয়েছে। ও এমন সময় সরে যাচ্ছে, যখন সবাই প্রশ্ন তুলছে: ‘এখনই কেন?’ আর এটাই একজন অসাধারণ খেলোয়াড়ের অভিজ্ঞান!’